হাইকোর্টের নির্দেশেই অবশেষে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটল। সোমবার মেট্রো ভবনে চার ঘণ্টার বৈঠকে রাজ্য প্রশাসন, কলকাতা পুরসভা, পুলিশ, বিধাননগর কমিশনারেট ও RVNL-এর প্রতিনিধিদের আলোচনায় সিদ্ধান্ত হয়, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার মধ্যরাতে ট্রাফিক ব্লক করে কাজ হবে। তার আগে ১৩ সেপ্টেম্বর হবে ট্রায়াল।

অরেঞ্জ লাইনের পুরো রুট চালু হয়নি শুধুমাত্র এই ৩৬৬ মিটার অংশে কাজ আটকে থাকায়। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চলছে, কিন্তু চিংড়িঘাটার বাধা দূর না হলে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পৌঁছনো সম্ভব নয়। গত মাসেই রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশের উদ্বোধন হয়েছিল। আদালত স্পষ্ট জানিয়েছিল, বৃহত্তর জনস্বার্থেই সমাধান খুঁজতে হবে। সেই পরামর্শ মেনে আলোচনার পথেই এবার জটমুক্ত হল চিংড়িঘাটা। কাজ শেষ হলে নিউ গড়িয়া থেকে সরাসরি বিমানবন্দর যাবে মেট্রো।

আরও পড়ুন- নেপালের অশান্তির আঁচ সোনাগাছিতে, উদ্বেগে নেপালি যৌনকর্মীরা

_

_

_

_

_

_

_
_