কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর (এসএমপি, কলকাতা) চীনের ডালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানির তৈরি ৪৮টি মেট্রো কোচ সফলভাবে জাহাজ থেকে নামিয়ে পূর্ব রেলের হাতে তুলে দিল। স্প্রিং মোটা, গ্যালাক্সি গ্লোরি ও স্প্রিং শাইন নামের তিনটি জাহাজে এই কোচগুলি আসে। বন্দরে নামানোর পরই সেগুলি সরাসরি রেল লাইনে স্থাপন করা হয়েছে, যাতে লোকোমোটিভ ইঞ্জিনের সাহায্যে সহজে টানা যায়।

চলতি অর্থবর্ষে এই নিয়ে তৃতীয়বার বন্দরে মেট্রো কোচ নামানো হল। এসএমপি কলকাতার তরফে জানানো হয়েছে, বন্দরের আধুনিক ডক সিস্টেম ব্যবহারের ফলেই এত বড় আকারের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে এসএমপি কলকাতার চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেন, মেট্রো কোচ নামানো কেবলমাত্র একটি নিয়মিত কাজ নয়, এটি নতুন ভারতের স্বপ্ন ও সংকল্পের প্রতিফলন। কলকাতা মেট্রো এই শহরের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। আজকের সাফল্য বন্দরের কর্মী ও অংশীদারদের নিষ্ঠার ফল। আমরা সামুদ্রিক বাণিজ্যে আরও সমৃদ্ধি আনার পাশাপাশি আধুনিক পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ব রেলের জন্য এই নতুন কোচ আসায় শহরের মেট্রো পরিষেবায় গতি ও পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করেছে রেল সূত্র।

আরও পড়ুন – নেপালে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, দিলেন শান্তির বার্তা

_

_

_

_

_

_
_