এশিয়া কাপের প্রথম ম্যাচেই বিরাট জয় ভারতের। সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে আগামী পাকিস্তান ম্যাচের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাসও সংগ্রহ করে নিল সূর্য কুমার যাদবের দল।

প্রথ ম্যাচে পরীক্ষা-নীরীক্ষা সেরে নিলেন গৌতম গম্ভীর। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৫ ম্যাচ পর টস জিতে বেশি পরীক্ষার চেষ্টা করেননি তিনি। মরুদেশের পিচে তিন স্পিনার নিয়ে খেলতে নামে ভারত। ফলে একমাত্র পেসার ছিলেন জসপ্রীত বুমরাহ। শিবম এবং হার্দিক ছিলেন অল রাউন্ডার হিসাবে।

বুধবারই আইসিসি’র ক্রমতালিকায় দশম স্থানে উঠে এসেছেন। কেরিয়ারের সেরা র্যাঙ্কিং করার দিনেই এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে দল থেকে বাদ পড়লেন অর্শদীপ সিং।

তবে শুরুটা ভালোই করেন আমিরশাহি। এক সময় ৮ ওভারে ৪৭ রানে ২ উইকেট ছিল আমিরশাহির। পরের ৫.১ ওভারে ১০ রানে ৮ উইকেট হারাল মরুদেশের দল। তার মধ্যে ৪ উইকেট নিলেন কুলদীপ। ৩ উইকেট নিলেন শিবম দুবে।

ভারতীয় বোলিংয়ের নায়ক কুলদীপ। ২.১ ওভারে সাত রানে ৪ উইকেট নিলেন।শিবম ২ ওভারে ৪ রান খরচ করে ৩ উইকেট নেন। বুমরাহ, অক্ষর, বরুণ একটি করে উইকেট নিলেন। ৫৭ রানে শেষ হল আমিরশাহির ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রান করতে মাত্র ২৭ বল নিল ভারত।ওপেন করতে নেমে মাত্র ১৬ বলে ৩০ রান করে অভিষেক। দু’টি বাউন্ডারি এবং তিনটে ছক্কা মেরে দলের জয়কে নিশ্চিত করেন। মাত্র ৯ বলে ২০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সহঅধিনায়ক শুভমান গিল। সাত রানে অপরাজিত থাকেন সূর্য।।

:ভাগ্য সঙ্গ দিল না, এশিয়ান কাপে খেলার সুযোগ অধরা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের

পাকিস্তান ম্যাচের আগে এই জয় স্বস্তি দেবে ভারতকে। কারণ ভারতীয় স্পিনাররা যে মরুদেশে ফের ফুল ফোটাবেন তা প্রথম ম্যাচেই প্রমাণিত। কুলদীপের অনবদ্য পারফরম্যান্স এই ম্যাচ থেকে ভারতের বড় প্রাপ্তি পাশাপাশি শিবম দুবেও বল হাতে স্বস্তি দিলেন। ওপেনিং জুটি ঝোড়ো রান তুলল। এটা দ্বিতীয় প্রাপ্তি ভারতের।

–

–
–