প্রতিবেশী রাষ্ট্র নেপালে (Nepal) আটকে পড়া বাঙালি পর্যন্ত সমস্যার কথা মাথায় রেখে এবার হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ (West Bengal Police)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেনপরিস্থিতির দিকে প্রশাসন নজর রাখছে এবং প্রয়োজনের সব ধরনের সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি। এবার জানা গেল নেপালের এই অশান্ত পরিস্থিতিতে যদি কেউ দার্জিলিং জেলার পানিট্যাংকি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান তাহলে সে ক্ষেত্রে রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে (Helpline No) তাঁরা যোগাযোগ করতে পারেন।

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ও ল্যান্ডলাইন নম্বর উল্লেখ করা হয়েছে।
• মোবাইল নম্বর – ৯১৪৭৮৮৯০৭৮ (এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে)
• ল্যান্ডলাইন – ০৩৫৪-২২৫২০৫৭
সূত্রের খবর নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকারও। ইতিমধ্যেই প্রতিবেশী দেশের ভারতীয় দূতাবাসে বেশ কিছু আবেদন জমা পড়েছে। মনে করা হচ্ছে বায়ুসেনার সম্ভবত দুটি বিমানকে নেপালে পাঠিয়ে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হতে পারে।

–

–

–

–

–

–

–

–