মনীষীদের অপমান কোনওভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। সেই বার্তাই আরও একবার স্পষ্ট করল রাজ্যের শাসকদল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বিক্ষোভের ঘটনায় চাঁচল কলেজ টিএমসিপি ইউনিটের সভাপতি নাসিমুল হক সোয়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ভেঙে দেওয়া হয়েছে সংগঠনের চাঁচল কলেজ ইউনিট।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দল যেমন ব্যবস্থা নিয়েছে, প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মনীষীদের অসম্মান করার কোনও জায়গা নেই। ঘটনার তীব্র নিন্দা করেছেন টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তৃণমূল মনীষীদের সর্বোচ্চ সম্মান করে। তাদের অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আগামী দিনে কেউ যদি একই পথে হাঁটে, তার বিরুদ্ধেও সমান ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলব।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, যারা বাংলার মনীষীদের সম্মান করতে জানে না, তাদের বাংলা বা বাঙালির সংস্কৃতি নিয়ে কথা বলার অধিকার নেই। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রবীন্দ্রনাথের গায়ের রঙ নিয়ে কটূক্তি করেছে। বিজেপি বরাবরই বাংলা-বিরোধী। তবে বাংলাকে অপদস্ত করার চক্রান্ত ব্যর্থ হবেই। চাঁচলের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বার্তা স্পষ্ট, মনীষীদের অসম্মান করলে দলের ভিতরে বা বাইরে, কারও প্রতি কোনও রকম ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন- মনীষীদের অপমানে কড়া ব্যবস্থা! জিরো টলারেন্স নীতি তৃণমূলের

_

_

_

_

_

_
_