ভাষা সন্ত্রাসের বলি আরও এক বাঙালি! শ্রমিক হত্যায় সরব তৃণমূল

Date:

Share post:

বিদ্বেষের রঙ লাগানো হয়েছে বাঙালির ভাষায়। দেশের গো-বলয় থেকে বিজেপি ও তার সহযোগী রাজ্যে বাঙালি দেখলেই চরম ঘৃণা ও হিংসার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি তার জেরে খুন করতেও দ্বিধা করা হচ্ছে না। ফের সেই হিংসা শিকার বাংলার পরিযায়ী শ্রমিক (migrant labour)। এবার শুধু রাজ্যটি বদলে গিয়ে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)।

বাংলা বলার অপরাধে বিজেপির বন্ধু-রাজ্যে কুপিয়ে খুন করা হল বাংলার শ্রমিককে (migrant labour)। বিশাখাপত্তনমে (Vizag) নিহত শ্রমিক নদিয়ার (Nadia) তেহট্টের বাসিন্দা। নাম রাজু তালুকদার। প্রায় পাঁচ মাস আগে ভাই ও এলাকার কয়েকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে যান। মোবাইল চুরির অজুহাত দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। ভিনরাজ্যে বাংলার শ্রমিক নিগ্রহে রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়।

আরও পড়ুন: পুলিশ তদন্ত করুক: যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে বিচারের অপেক্ষা বাবা-মা

নদিয়ার রাজুর হত্যায় প্রতিবাদে সরব বাংলার শাসকদল। সোশ্যাল সাইটে ধিক্কার জানিয়ে পোস্ট করা হয়েছে, এটা শুধু একটা অপরাধ নয়, এটি ভাষাসন্ত্রাসের চরমতম রূপ, যা বিজেপি এবং তাদের জোটসঙ্গীরা নিয়মিত উসকে দিচ্ছে। যখন রাজনীতি মানুষকে আলাদা করে দেয়, তখন সেই বঞ্চনাই তাদের ওপর হিংসা চালানোর অজুহাত হয়ে দাঁড়ায়। আটক, দেশছাড়া করা আর কাগজে-কলমে মুছে দেওয়া এগুলোই ছিল প্রথম ধাপ। আজ দিনের আলোয় বাঙালিদের খুন করা হচ্ছে। এটা রাজনীতির নৈতিকতার ভাঙন, যেখান থেকে হিংসার জন্ম হয়। আর যে-ই এটাকে ‘আইন-শৃঙ্খলা’ বলে ঢাকতে চায়, সেও অপরাধে জড়িত। এই রক্তক্ষয় বৃথা যাবে না। বাংলার মানুষ তার জবাব দেবে ভোটবাক্সে এবং জনগণের আদালতে।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...