জয়িতা মৌলিক
তিনি নবতিপর তরুণী। কণ্ঠস্বর এখনও সাবলীলভাবে ওঠা নামা করে মন্দ্র থেকে তারা পর্যন্ত। তবে, কোভিডকালের পর থেকে আর সেভাবে ফিল্মে প্লেব্যাক বা স্টেজ শো দেখা যায়নি তাঁকে। সরস্বতীর বরপুত্রী আশা ভোঁশলে আবার ফিরছেন হিন্দি ছবির প্লেব্যাকে। ছবির নাম ‘আনজানে রিস্তে’, পরিচালক বাংলার মেয়ে রেশমী মিত্র (Reshmi Mitra)। ইতিমধ্যেই ছবির গান রেকর্ড সারা। তবে, গানটিকে আশার ইচ্ছে মতোই আলাদা করে প্রকাশ করা হচ্ছে। সেখানে ভিডিও-তে দেখা যাবে আশা ভোঁসলের (Asha Bhonsle) নাতনিকে। তিনি নেচেছেন তাঁর ঠাকুমার গানের সঙ্গে।

শাস্ত্রীয় সঙ্গীত থেকে পপ, আধুনিক থেকে হিন্দুস্তানি ক্যাসিকাল- সবতেই সামন পারদর্শী আশা ভোঁসলে। তাঁর বিখ্যাত-জনপ্রিয় গানের তালিকা করতে গেলে এই প্রতিবেদন শেষ করা যাবে না। খাতায় কলমে বয়স নব্বই ছুঁলেও তাঁর কণ্ঠ বা মননে বার্ধক্য বাসা বাঁধেনি। সেই কারণে এখনও তিনি উচ্ছ্বল। তবে, কন্যা ভরসা ভোঁসলের মৃত্যুর পরে মুম্বইয়ের পুরনো বাড়ি ছেড়ে তিনি ছেলের কাজে দক্ষিণ মুম্বইয়ে চলে গিয়েছেন। কোভিডের পর থেকে কময়ে দিয়েছেন গান গাওয়া। মাঝে একটি বাংলা ছবিতে প্লেব্যাক করলেও, হিন্দি ছবিতে তাঁকে আর পাননি শ্রোতারা।

এবার রেশমীর ছবি আনজানে রিস্তে-র মধ্যে দিয়ে ফের হিন্দি ছবির (Hindi Film) গানে ফিরছেন আশা। কীভাবে তাঁকে রাজি করালেন? উত্তরে দীর্ঘদিনের পরিচালক রেশমী জানান, তাঁর হিন্দি ছবিতে আশাজির গান যেন হাতে চাঁদ পাওয়া। এই ছবিটি দুজন সেলেবের গল্প নিয়ে। যাঁদের জীবনে ঝড় ওঠে। সম্পর্কের টানাপোড়েনে বিদ্ধ হওয়ার গল্পে গান একটা গুরুত্বপূর্ণ অংশ। সেখানেই একটি ঠুমরি গেয়েছেন আশা।

পরিচালক জানান, “লতা ও আশা আমাদের কাছে মা সরস্বতীর মতো। আশাজির মতো ভার্সেটাইল সিঙ্গারের আমি চরম ভক্ত। ‘বড়বাবু’ আমার দশম বাংলা লতাজির সঙ্গে অনেক পরিকল্পনা করেও কাজ করা হয়নি। গানটা তৈরিই ছিল। ওঁকে গানটা পাঠানো হয়। কিন্তু মাঝে মাঝে আশাজির শরীর খারাপ থাকছিল। ফলে ডেট পাওয়া যাচ্ছিল না।” আশাজির ডেট পেতে বেশ কয়েকমাস অপেক্ষা করতে হয়েছিল। শেষে যখন সময় দেন এবং গান রেকর্ড করেন তখন যেন ম্যাজিক। আশাজির সঙ্গে কাজ করতে পেরে স্বপ্ন সফল।

এর মধ্যে বিগ বাজেটের ছবি মীরার কাজ শুরু হয়েছে রেশমীর। তার মধ্যেই সঙ্গীত পরিচালক নীতিন শঙ্কর জানান, আশাজি রাজি। যশরাজে বুকিং করো। আশা ভোঁসলের নামে দ্রুত স্টুডিও পাওয়া যায়।

গান রেকর্ডের দিন আরেক চমক। আশা ভোঁসলে রেশমীকে বলেন, ”তোমার বাংলা ছবি আমি দেখেছি। তুমি খুব ভালো কাজ করো।” আক্ষেপ করে পরিচালক জানান, ”কিন্তু আমার কজের তেমন প্রচার হয় না।” ভুয়োদর্শী আশা (Asha Bhonsle) বলেন, ”নিজের কাজ করে যাও, সাফল্য ঠিক আসবে।”

এর পরের বিষয় আরও চমকপ্রদ। গান রেকর্ড হওয়ার পরে আশাজি আবদার করেন, গানটি ছবি মুক্তির আগেই আলাদা করে প্রকাশ করা হোক। আর তাতে নাচ করবেন তাঁর নাতনি আনন্দ ভোঁসলের মেয়ে জনাই। তিনি গান ও নাচে পারদর্শী। ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়। সেই মতো শুটিং করা হয়। এবছরের শেষ বা আগামী বছরের শুরুতেই সেটি মুক্তি পাবে। আর ‘আনজানে রিস্তে’ মুক্তি পাবে আগামী বছর কালীপুজোর সময়। তার আগেই মুক্তি পাবে রেশমীর আরেকটি হিন্দি ছবি ‘মীরা‘। দীর্ঘদিন পরে আশার গান শোনার অধীর আগ্রহে এখন অপেক্ষা করছেন শ্রোতারা।

–

–

–