বাংলা ছাড়া স্বাধীন হত না দেশ, যতীন দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলা ছাড়া স্বাধীনতা আন্দোলন হত না। স্বাধীন হত না দেশ। বীর বিপ্লবী শহিদ যতীন্দ্রনাথ দাসের (Jatin Das) প্রয়াণ দিবসে প্রণাম জানিয়ে আবারও একবার সেই কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলা ছাড়া দেশ স্বাধীন হত না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্র বাঙালিরাই সংখ্যাগুরু। দেশের স্বাধীনতার জন্য কী অমানুষিক কষ্ট বাংলার বীর বিপ্লবীরা সহ্য করে গিয়েছেন, তার জ্বলন্ত উদাহরণ শহিদ যতীন দাস।

মুখ্যমন্ত্রীর এক্স বার্তা, মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী যতীন দাসের প্রয়াণ বার্ষিকীতে আমি তাঁকে প্রণাম জানাই। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৬৩ দিন অনশন করার পর ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর খুব অল্প বয়সে তিনি জেলের মধ্যে মারা যান। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান দেশের স্বাধীনতার ইতিহাস ও বাংলা স্বাধীনতার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি কী কী উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁর সংযোজন, এটা আমার গর্ব যে, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আলিপুর জেলে আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে মিউজিয়াম করেছি তাতে শ্রদ্ধার সঙ্গে আমরা যতীন দাস-সহ বীর বিপ্লবীদের স্মরণ করেছি। এই বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানিয়ে কলকাতায় একটি মেট্রো স্টেশনেও তাঁর নাম জড়িয়ে নেওয়া আছে। এটাই বাংলা, এটাই বাংলার ঐতিহ্য।

spot_img

Related articles

বাংলা বিজেপিতে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব! এবার Z+ নিরাপত্তা

বাংলার বিজেপিতে (Bengal BJP) শুভেন্দু অধিকারিকে (Shuvendu Adhikari) বাড়তি গুরুত্ব। বিধানসভা নির্বাচনের আগে সেই কারনে জেড প্লাস নিরাপত্তা...

বনাঞ্চল দিয়ে হাইস্কুলে যেতে ভয়! নাগরাকাটায় বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দুর্গাপুর গণধর্ষণ: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...