Saturday, January 10, 2026

রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে? ভারত-পাক ম্যাচ নিয়ে শাহকে নিশানা মহুয়ার

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের ( Asia Cup) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে উন্মাদনার চেনা চিত্র উধাও। ভারত-পাক ম্যাচ ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয় মৈত্র(Mahua Moitra)।

 

ভারত-পাকিস্তান ম্যাচের রাজনৈতিক ময়দানে বিতর্ক তুঙ্গে। পহেলগাঁও-র জঙ্গি হামলার ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। তার আগে  সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন,   ‘পাকিস্তানে রক্ত ​​আর জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু রক্ত ​​আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে। বিশেষ করে, অমিত শাহর ‘একমাত্র যোগ্যতাসম্পন্ন’ পুত্রের ভাগ্যের ওপর নির্ভর করে। সেরা দলই জয়লাভ করুক।’

পহেলগাঁও-র ঘটনার পর পাকিস্তানকে পাল্টা জবাব দিতে অপারেশন সিন্দুরের মাধ্যমে একাধিক জঙ্গি শিবিরের ঘাটি  গুঁড়িয়ে দেওয়া হয়।  শুধু তাই নয় সিন্ধু জল বন্টন চুক্তিও স্থগিত করে ভারত সরকার। পাকিস্তানকে হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।’ এবার বিজেপি এবং অমিত শাহকে পাল্টা কটাক্ষ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

আরও পড়ুন: থামছে না ভারত-পাক ম্যাচ বিরোধিতার বিক্ষোভ, বিবেক কি মরে গেছে? তোপ আপের 

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও পাকিস্তান ম্যাচ বয়কট করার পক্ষে। তিনি জানিয়েছেন, মনোজ জানিয়েছেন, “আমি ক্রিকেটার ছিলাম, কিন্তু এখন অবসর নিয়েছি। কিন্তু খেলার প্রতি আমার আবেগ আছে। আমরা জানি কয়েক মাস আগে পহেলগাঁওতে নৃশংস ঘটনা ঘটেছে। আতঙ্কবাদীরা সীমান্ত পেরিয়ে এসে আমাদের দেশের সাধারণ মানুষদের হত্যা করেছে।  নিহত মানুষদের  পরিবারের মানুষদের চোখের জলও দেখেছি। এরপর  অপারেশন সিন্দুর হয়েছে। এরপর বিসিসিআই বা এসিসিতে যারা আছেন তাদের এই ম্যাচটা নিয়ে ভাবা দরকার ছিল। আমি এশিয়া কাপ বয়কট করার  কথা বলছি না। কিন্তু শুধু মাত্র এই ম্যাচটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার ছিল।”

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় কটাক্ষের সুরে বলেছেন, দেশ জুড়ে এখন জ্যাঠা ভাইপো চলছে।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...