Saturday, January 10, 2026

মনঃসংযোগ ধরে রাখাই চ্যালেঞ্জ, কেমন হবে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ?

Date:

Share post:

ভারত পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই সম্মানের লড়াই। কিন্ত এবার এশিয়া কাপে (Asia Cup) মেগা ম্যাচে উন্মাদনার পারদ কম। তবে দুবাইয়ের আবহাওয়া বেশ গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে তখন তাপমাত্রা মোটামুটি ৩৩-৩৫-এর মধ্যে ঘোরাফেরা করতে চলেছে। কখনও কখনও সেটা ৪০ ছুঁতে পারে। সঙ্গে আর্দ্রতাও থাকবে।

পহেলগাঁও-র জঙ্গি হামলার ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। মাঠেও তার প্রভাব পড়েছে। শনিবার পর্যন্ত দু’দলই দু’দলকে এড়িয়ে চলেছে। এক মাঠে এক সঙ্গে অনুশীলন করলেও সাধারণ সৌজন্য বিনিময় করেননি দু’দলের ক্রিকেটারদের।

তবে মাঠের বাইরে রাজনৈতিক উত্তেজনার পারদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনসংযোগ ধরেই রাখাই বড় চ্যালেঞ্জ ভারতীয় দলের ক্রিকেটারদের।

ভারতীয় দলের সহকারী কোচ রয়ান টেন দুশখতে বলেছেন, ‘‘এটা প্রচণ্ড সংবেদনশীল একটা ইস্যু। ক্রিকেটাররা যথেষ্ট আবেগপ্রবণ। ওরা দেশবাসীর আবেগ বোঝে। এটা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছে। ক্রিকেটারেরা দেশের হয়ে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে। পরিস্থিতি বিবেচনা করে ওরা যতটা সম্ভব পেশাদার এবং খেলার প্রতি মনোযোগী থাকার চেষ্টা করবে।’’

আরও পড়ুন: রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে? ভারত-পাক ম্যাচ নিয়ে শাহকে নিশানা মহুয়ার

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ-অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...