রণবীর ‘প্লে-বয়’! বিশ্বাস করেন না মা নীতু, সত্যি ফাঁস দীপিকার 

Date:

Share post:

বলিউড অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) জীবনে একাধিক নারীর আগমনের কথা গোটা বলিউড জানে। কিন্তু মায়ের মন তা মানতে চাইনি। তাই পুত্রবধূ হিসেবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) পছন্দ হলেও ছেলেকে অবিশ্বাস করেননি ঋষি-পত্নী নীতু কাপুর (Neetu Kapoor)। সত্যিটা জানিয়ে দেন বলিউডের পদ্মাবতী নিজেই। আজও চর্চায় YJHD জুটি।

কাপুর পরিবারে অভিনেতাদের একাধিক নারীসঙ্গ চিরকালই টিনসেল টাউনের চর্চায় থেকেছে। দাদু রাজ কাপুর (Raj Kapoor) থেকে নাতি রণবীর কাপুর- ব্যক্তিগত জীবনে বারবার বিতর্ক এসে জড়ো হয়েছে RK-দের। শোনা যায়, শ্বশুরবাড়ির মর্যাদা রক্ষা করতে গিয়ে নাকি অভিনয় ছেড়ে ‘হাউজ ওয়াইফ’ হয়ে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল নীতু কাপুরকে। যদিও ঋষি পুত্র অবশ্য স্বামী হিসেবে সে রকম কোনও শর্ত চাপিয়ে দেননি আলিয়ার (Alia Bhatt) উপরে। বরং কন্যা রাহা (Raha Kapoor) জীবনে আসার পর থেকে বদলে গেছেন বলিউডের ‘ক্যাসানোভা’ ম্যান। কিন্তু কথায় আছে অতীত কখনও পিছু ছাড়ে না। তাই ফের স্যোশাল মিডিয়ার চর্চায় রণবীর- দীপিকা জুটির ভাঙ্গনের কথা। প্রথমে সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফকরি, শেষমেশ আলিয়াতে থিতু হয়েছেন ‘সাওয়ারিয়া’ নায়ক। যদিও পুত্রবধূ হিসেবে নীতুর বরাবরের পছন্দ ছিলেন দীপিকা। তা সত্ত্বেও ছেলের ‘প্লে-বয়’ ইমেজের সত্যিটা তিনি মেনে নিতে অস্বীকার করেন। একটি সাক্ষাৎকারে ‘পাঠান’ গার্ল নিজেই জানিয়েছিলেন সে কথা। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর অভিনেত্রী বলেছিলেন, সেই সময় সম্পর্কে ঋষি পুত্র নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উলটে, তাঁকে ঠকিয়ে ছিলেন। দীপিকার এই কথাকে বিশ্বাস করেননি রণবীরের মা। উল্টে নায়িকার ঘরে দোষ চাপিয়ে তিনি স্পষ্ট বলেন, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, ও দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেস চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি।

এখন অবশ্য সবটাই অতীত। রণবীর এবং দীপিকা দুজনের নিজেদের ব্যক্তিগত জীবনে যথেষ্ট সুখী। ক্যারিয়ার এবং দাম্পত্য চুটিয়ে সামলাচ্ছেন দুই তারকা। তবু অনুরাগীদের নস্টালজিয়ার মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ জুটির কথা। হয়তো অলক্ষ্যে হাসেন দুজনেই, আসলে কিছু গল্প অসমাপ্তই ভালো।

spot_img

Related articles

খারাপ সময় চলছে দীপিকার! ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী

খারাপ সময় যাচ্ছে বলি তারকা দীপিকা পাড়ুকোনের। জল্পনা চলছিলই। তাতে সিলিমোহর পড়ল। দীপিকাকে কল্কির সিক্যুয়ালে দেখা যাবে না...

সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে সিনেমা ভবানী ভবনের পুলিশের

সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জীবনী অবলম্বন করে তৈরি হল সিনেমা (Cinema)। সৌজন্যে কলকাতা ও রাজ্য পুলিশের (Police) কর্মীরা।...

ছাব্বিশের গোড়াতেই অরিন্দমের পলিটিক্যাল থ্রিলার, প্রকাশ্যে ‘কর্পূর’-এর ফার্স্ট মোশন পোস্টার

অপেক্ষার অবসান, বহু প্রতীক্ষিত 'কর্পূর'-এর (Karpoor) ফার্স্ট মোশন পোস্টারে সিনেমা মুক্তির সময়কালের আভাস দিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam...

কেউ ওড়ালেন ঘুড়ি, কেউ মাতলেন পুজো ফ্যাশনে! কেমন কাটলো তারকাদের বিশ্বকর্মা পুজো? 

দেবশিল্পী বিশ্বকর্মা বন্দনায় (Vishwakarma Puja Celebration) মেতে উঠল গোটা টলিউড। কেউ পরলেন নতুন পাঞ্জাবি কেউ ব্যস্ত গাড়ি পুজোয়।...