লাদাখে মোদির হিটলারি এজেন্সি প্রয়োগ! রাম স্মরণ করালেন সোনম ওয়াংচু

Date:

Share post:

ফের একবার অনশন আন্দোলনে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচু ও ১৫ লাদাখবাসী। ২০১৯ সাল থেকে দেওয়া প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহ (Amit Shah) যে রাখেননি আজও, তার উপর এবার সোনমের (Sonam Wangchuk) উপর শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agency) দিয়ে যেন তেন প্রকারে ফাঁসিয়ে দেওয়ার প্রক্রিয়া। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণের দাবিতে ফের একবার সময় বেধে দিয়ে অনশনে সোনম ও তাঁর সঙ্গীরা।

২০১৯ সালে লাদাখকে কাশ্মীর থেকে আলাদা করার পরই ষষ্ঠ তফশিলের (sixth schedule) অন্তর্ভুক্ত করার নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি সকলেরই জানা। যার জন্য গত তিন বছর ধরে বারবার অনশনের পথে গিয়েছেন লাদাখের মানুষ। ঠিক এক বছর আগে লাদাখ (Ladakh) থেকে পায়ে হেঁটে দিল্লি এসেছিলেন তাঁরা নিজেদের দাবি নিয়ে। কিন্তু শুধুমাত্র পছন্দের ব্যবসায়ীদের খুশি করতে সেই দাবি পূরণের পথে যায়নি অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক, দাবি সোনম ওয়াংচুর।

এবার শুরু হয়েছে বিভিন্ন তদন্তকারী সংস্থা দিয়ে সোনমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রক্রিয়া। একের পর এক অভিযোগ আনার পরও সোনম প্রমাণ করে দিয়েছেন তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় বেনিয়মের জন্য দায়ী কেন্দ্রের সরকার। এবার সেখানে তাই পৌঁছে গিয়েছে ‘নকল’ সিবিআই (CBI) আধিকারিকরা।

নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে এজেন্সি দিয়ে হেনস্থা করার বিজেপির কৌশল নিয়ে সবার আগে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে সাধারণ মানুষ বা কোনও সংস্থা বিরোধিতা ও নিজেদের দাবি আদায়ের কথা বললেই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তাদের তাঁদেরও হেনস্থা করার হিটলারি নীতি প্রয়োগ করেন নরেন্দ্র মোদি, তা প্রমাণ করল লাদাখ।

আরও পড়ুন: তিস্তার ভয়াল রূপ! উত্তরবঙ্গে দুর্ভোগ চরমে, ধসে মৃত ১ 

প্রধানমন্ত্রী নিজের প্রতিশ্রুতি রাখতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জন্য, এবার সরাসরি এই অভিযোগ তুললেন সোনম ওয়াংচু। তাঁর অভিযোগে সম্মতি দিয়েই অনশনে লাদাখের মানুষ। সেখানেই সোনম ওয়াংচু (Sonam Wangchuk) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) মনে করালেন, রামচন্দ্রের (Ram) কথা, যাঁর ভক্ত বলেই মোদি নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘প্রাণ যায়ে পর বচন না যায়ে’, মনে করিয়ে ফের একবার ষষ্ঠ তফশিলের দাবি লাদাখের।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...