খুনের ঘটনার সাক্ষী ছিলেন। সেই কারণেই দুষ্কৃতীরা কিছুদিন ধরে শাসানি হুমকি জারি রেখেছিল। এবার ঠিকাদারের উপর গুলি চালিয়ে মেরে ফেলার চেষ্টা করা হল মালদহের (Maldah) ইংরেজবাজারে। ঘটনায় গুরুতর জখম ঠিকাদারকে (contractor) ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ইংরেজবাজারের কানাইপুর এলাকায় পুরোনো একটি খুনের মামলার সাক্ষী ছিলেন আতিমুল মোমিন। লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী খুনের ঘটনার সাক্ষী ছিলেন তিনি। সেই সময়ে তাঁকেও মারধর করা হয়েছিল। কিন্তু তিনি কোনওক্রমে বেঁচে গিয়েছিলেন। এরপরই তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। সেই সঙ্গে বিপুল অঙ্কের টাকার প্রলোভন দিয়ে সাক্ষী দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।

আরও পড়ুন: মোদির সফরের পরই অশান্তি মনিপুরে! রাজ্যবাসীর কী লাভ, প্রশ্ন সাংসদের

রবিবার রাতে ইংরেজবাজারের (Englishbajar) অমৃতি পেট্রল পাম্পের কাছে দুটি বাইকে করে এসে হামলা চালায় আতিমুলের উপর। সেই সময় আতিমুল কাজ সেরে বাড়িতে ফিরছিলেন হেঁটে। বুকে গুলি লাগা অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

–

–

–

–

–

–