বাংলাকে প্রতি পদে পদে বঞ্চিত করছে কেন্দ্র—এমনই অভিযোগ রাজ্যের শাসকদলের। একশো দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, সর্বশিক্ষা অভিযানের পর এবার জল জীবন মিশনেও সেই একই ছবি। প্রাপ্য প্রায় সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে অভিযোগ। সেই টাকা মেটানোর নাম নেই। ভোটে পরাজয়ের পর নোংরা রাজনীতিই বিজেপি তথা কেন্দ্রের সরকারের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে, এমন দাবি শাসক শিবিরের। আর তারই বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে আন্দোলনের পরিকল্পনা করেছে রাজ্য।

দেশের প্রতিটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঘোষিত হয়েছিল ‘জল জীবন মিশন’। কিন্তু শুরু থেকেই বাংলাকে নিয়ে অসহযোগিতার অভিযোগ উঠছিল। রাজ্যের দাবি, গত বছর পুজোর পর থেকে প্রকল্পে এক টাকাও মেলেনি। বকেয়া দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার কোটি। এর সঙ্গে যুক্ত হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকার বিল, যা এখনও মেটানো হয়নি। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা। বুথে অস্থায়ী টয়লেট ও পানীয় জলের ব্যবস্থার জন্য বকেয়া রয়েছে আরও ৩২৫ কোটি।

রাজ্যের তরফে বারবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে চিঠি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়েই এপ্রিল ও জুন থেকে জেলা স্তরে আন্দোলন শুরু করেছেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাকটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। উৎসব মরশুম পেরোলেই আন্দোলন পৌঁছবে দিল্লির রাজপথে।

প্রকল্পের ঘোষণায় বলা হয়েছিল, ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে জল পৌঁছে যাবে। কিন্তু বাস্তব ছবিটা ভিন্ন। পরিসংখ্যান বলছে, প্রায় ১৯.৫ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে এখনও সাড়ে তিন কোটির বেশি বাড়ি জলবঞ্চিত। ফলে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি নিয়ে উঠছে প্রশ্ন। আর বাংলার দাবি, বঞ্চনার রাজনীতি চালিয়েই পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রাপ্য।

আরও পড়ুন – আজব দাবি বঙ্গ বিজেপির! অনুদান নিলে পুজো প্যান্ডেলে মোদির ছবি বাধ্যতামূলক

_

_

_

_

_
_