দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানানোর সময় বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন নাটক। সুকান্তর দাবি, তাঁকে নাকি বিমানবন্দরে কনভয়সহ ঢুকতে দেওয়া হয়নি, অথচ রাজ্যের মন্ত্রী সুজিত বসু ঢুকে গিয়েছেন। কিন্তু এই অভিযোগকে তৃণমূল একেবারে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এবং উলটে বিজেপি নেতাকে কটাক্ষ করে বলেছে, নাটক করে প্রচারে আসতেই এইসব গল্প ফাঁদছেন।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “সত্যিটা হল, সুজিত বসুসহ সকলেই গাড়ি বাইরে রেখেই ভিতরে ঢুকেছিলেন। কোনও বিশেষ সুবিধা পাননি। সুকান্ত মজুমদার যা বলছেন, সবটাই বানানো। আসলে উনি নজর কাড়তে চাইছেন।”

কুণাল আরও বলেন, “ভিভিআইপি মুভমেন্টে কাকে কোথায় ঢুকতে দেওয়া হবে, তা নির্ধারণ করে এসপিজি। যদি সুকান্তবাবুর গাড়ি আটকে দেওয়া হয়ে থাকে, তার মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাই তাঁকে ঢুকতে চাননি। তাহলে মোদির নিরাপত্তা বলয়ই তাঁকে আটকেছে। সেটা না বলে উনি এখন নাটক করছেন কেন?”

তৃণমূলের মতে, এই নাটক আসলে দলের ভেতরে ‘অস্বস্তি’ ঢাকতেই। কুণালের কথায়, “শমীক ভট্টাচার্য সভাপতি হয়েছেন, দিলীপ ঘোষও বিভিন্নভাবে প্রচারে আছেন। আর সুকান্ত মজুমদার ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। তাই হঠাৎ নাটক সাজিয়ে প্রচারে আসার চেষ্টা করছেন।”

আরও পড়ুন – কার নির্দেশে সূর্যরা হাত মেলালেন না সলমনদের সঙ্গে? নাম শুনলে চমকে যাবেন

_

_

_

_

_
_