ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করলেন সোমবার বিকেলে। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই সৌরভের নতুন সংস্থা পথ চলা শুরু করল। অনুষ্ঠানে রাম্প ওয়াকে হাঁটলেন সৌরভ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চে দেখা দিলেন পায়জামা-পাঞ্জাবীতে সৌরভের নতুন ব্র্যান্ডের নাম এখন ‘সৌরাগ্য’। পুজোর আগেই পথ চলা শুরু করল সৌরভের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড সৌরগ্য। সাধারণের কেনার ক্ষমতার মধ্যে সৌরাগ্যের পোশাক বিপণির দাম রাখা হয়েছে।

সাবেকিয়ানা থেকে সাহেবি সবেতেই হিট সৌরভ। তবে বাঙালি ধুতি-পাঞ্জাবী নয়, পায়জামা-পাঞ্জাবীতেই বেশি পছন্দ করেন মহরাজ। তাতেই স্বচ্ছন্দ বোধ করেন। অনুষ্ঠানের উদ্বোধনে সৌরভ বলেন, “ধুতি আমি বিয়ের সময় পরেছিলাম। তারপর এই পোশাক বিপণির শুটিংয়ে। আমি পুজোর সময় পাঞ্জাবী-পায়জামাই পরি। এখন, ডোনা এবং সানার পছন্দে জামাকাপড় কেনা হয়।”

–

–

–

–

–

–

–