ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন হয়েছেন বৈশালী রমেশবাবু (Vaishali Rameshbabu)। তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী। সোশ্যাল মিডিয়ায় মমতা লিখেছেন, “দ্বিতীয়বার ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন হওয়ার জন্য বৈশালী রমেশবাবুকে অনেক অভিনন্দন। এটা একটা অনন্য কীর্তি। আমি বৈশালীর পরিারের সদস্য এবং বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটা দারুণ একটা কীর্তি৷বৈশালী রমেশবাবুকে অনেক অভিনন্দন ৷ বৈশালী তাঁর জীবন যেভাবে দাবায় নিয়োজিত করেছেন সেই বিষয়টি উদাহরণস্বরূপ ৷ আগামীর জন্য শুভেচ্ছা রইল ৷”

আরও পড়ুন : ধুতি-পাঞ্জাবীতে ভিন্ন লুকে দাদা, রাম্প ওয়াকে মাতিয়ে দিলেন সৌরভ

উজবেকিস্তানের সমরকন্দে মহিলা গ্র্যান্ড স্যুইসের ১১ তথা শেষ রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তান ঝোঙ্গির বিরুদ্ধে ড্র করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৷ তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তাঁকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে তাঁকে। সেখানে দুই ভারতীয় কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখরা তো আছেনই। এছাড়া ঝু জিনার, আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা, তান ঝোংগি, কাতেরিনা লাগনোরা মতো দাবাড়ুরা রয়েছেন।

–

–

–

–

–
–