এসএসকেএম হাসপাতালে মঙ্গলবার শুরু হল উন্নয়ন কর্মযজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল ‘অনন্য’র। সূচনা লগ্নে অন্য রকম আবহ তৈরি করল উদ্বোধনী গান। রবীন্দ্রসঙ্গীতের সুরে মন ছুঁয়ে গেল মুখ্যমন্ত্রীকেও।

‘লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে এসো হে…’—গাইলেন এসএসকেএমের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া পৌলমী। গান শেষ হতেই মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন আর একটি গানের জন্য। সুর ভেসে এল—‘মধুর ধ্বনি বাজে, হৃদয়কমল বনমাঝে…’। তবলায় সঙ্গত করছিলেন আর এক পড়ুয়া।

দুটি গান শোনার পরই শিল্পী ও তবলাবাদককে শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা নারায়ণস্বরূপ নিগমের কাছ থেকে পেন ও ডায়েরি পাতা নিয়ে ছোট্ট একটি নোট লিখে দেন তিনি। তাতে লেখা—“প্রিয় পৌলমী, খুব সুন্দর গেয়েছ। অনেক শুভনন্দন। তবলাও খুব ভালো।” এসএসকেএমের অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই বার্তা পৌঁছে দেওয়া হয় দুই পড়ুয়ার কাছে।

মুখ্যমন্ত্রীর এমন সরাসরি শুভেচ্ছা পেয়ে আপ্লুত হন তরুণ-তরুণী। তাঁদের কথায়, উদ্বোধনী গান গাওয়া বা বাজানোর চেয়েও বড় পাওয়া হল মঞ্চ থেকে দিদির হাতে লেখা বার্তা।

আরও পড়ুন – রক্তবীজ টু-র গ্র্যান্ড ট্রেলার লঞ্চে টুইস্ট দিলেন শিবপ্রসাদ, শ্যুটিং-স্মৃতি শেয়ার তারকাদের

_

_

_

_

_