সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সাইকেল নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে, অতিরিক্ত সাইকেল যত্ন করে সংরক্ষণ করতে হবে। খোলা জায়গায় ফেলে রাখা যাবে না। এমনভাবে রাখতে হবে যাতে আগামী বছরে সেগুলি ব্যবহার করা যায়।

সব জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে অনগ্রসরশ্রেণী কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলের কাছে সাইকেল সংরক্ষণ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্কবার্তা, কোনওভাবেই এই নির্দেশ অমান্য করা যাবে না।

জানা গিয়েছে, বিভিন্ন জেলায় এখনও বণ্টন না হওয়া সাইকেল খোলা মাঠে পড়ে রয়েছে। বৃষ্টি-রোদে ভিজে ও পুড়ে সেই সাইকেল নষ্ট হচ্ছে। নবান্ন স্পষ্ট করেছে, এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের অবহেলা না ঘটে, সে বিষয়ে জেলাশাসকদের সতর্ক করেছে প্রশাসন।

আরও পড়ুন – পুজোর আগেই বেতন-ভাতা-পেনশন, নির্দেশ জারি নবান্নের

_

_

_

_

_

_