Saturday, November 15, 2025

কোচেই সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় দিমিত্রির! মরশুমের শুরুতেই প্রবল চাপে মোলিনা

Date:

Share post:

মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে প্রত্যাশা মতো সাফল্য আসেনি, এরপর এসিএল ২-র(ACL2) প্রথম ম্যাচে ধাক্কা খেতে হল মোহনবাগানকে(Mohun bagan)। এই পরিস্থিতিতে কোচ হোসে মোলিনার রণকৌশল নিয়ে উঠতে শুরু করেছে। আলাহ এফকের মতো বিদেশিহীন দলের বিরুদ্ধেও ঘরের মাঠে পরাজিত হতে হয়েছে সবুজ মেরুনকে। ম্যাচের পর গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে হোসে মোলিনাকে।

খালি চোখে দেখে যা বোঝা যাচ্ছে তাতে  মোহনবাগান শিবিরের সব কিছুই ঠিকঠাক নেই।  ম্যাচ শেষে সেটা প্রমাণিত হল। এই ম্যাচে শুরুতে তিন বিদেশিকে নামিয়েছিলেন মোলিনা। পরে আরও দুই বিদেশিকে নামান। তিনি কিন্তু দিমিত্রির মতো নির্ভরযোগ্য ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে রেখে দেন।

ম্যাচ শেষে মাঠের মধ্যেই অজি স্ট্রাইকারের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হল মোহনবাগান কোচের। দূর থেকে দেখে যা মনে হয়েছে কোচ এবং ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে যা একেবারেই ভালো দৃশ্য নয় মোহনবাগানের জন্য।

যদিও সাংবাদিক সম্মেলনে মোলিনাকে দল  নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সেই প্লেয়ারদের নামাবো যারা দলে জয় অবদান রাখতে পারবেন।” পাশাপাশি গো ব্যাক ধ্বনি উঠলেও কোনো রকম চাপ নিচ্ছেন না স্প্যানিশ কোচ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আমার উপর কোন চাপ নেই আমি জানি আমি কি করতে চলেছি তাই কোন রকম চাপ আমি নিচ্ছি না।”

পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম বল পজিশনে এগিয়ে ছিলাম সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হত। প্রতিপক্ষ দল এর আগের ১৬ খানা ম্যাচ খেলে এসেছে আমরা যদি আরও বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারতাম তাহলে ভালো হত।”

আরও পড়ুন :এসিএলের শুরুতেই ধাক্কা, মোলিনার দল এখনও তৈরিই হয়নি

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুক কিন্তু কোচের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেনয ম্যাচ শেষে বেরোনোর সময় তিনি বলেন, “মোলিনার রণকৌশল দিয়ে আমার কিছু বলার নেই। তবে ব্যক্তিগতভাবে আমার মত আমরা প্রথমার্ধে অনেক বেশি ডিফেন্সিভ খেলেছিলাম আর একটু বেশি অ্যাটাকিং খেললে ভালো হত। প্রাক মরশুম প্র্স্তুতির পরই আমরা খেলতে নেমেছিলাম হয়তো এই ম্যাচে হারের পরে আমাদের অংকটা কঠিন হয়ে গেল।”

spot_img

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...