Tuesday, December 9, 2025

১৩ হাজার শতায়ু! এখনও কত নাম তালিকা থেকে মোছেনি কমিশন, তার প্রমাণ

Date:

Share post:

রাজ্যে ভোটার তালিকায় বর্তমানে ১৩ হাজারের বেশি শতায়ু ভোটারের নাম রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের (Election Commission) প্রাথমিক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য— অনুমান করা হচ্ছে এই শতায়ু (centurion) ভোটারদের অন্তত অর্ধেক আর বেঁচে নেই। অথচ তাঁদের নাম এখনও ভোটার তালিকায় (voter list) রয়ে গিয়েছে।

ফলে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে সরেজমিনে খতিয়ে দেখে শতায়ু ভোটারদের সাম্প্রতিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কমিশন। ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) রা প্রতিটি ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রিপোর্ট দেবেন। তার ভিত্তিতেই শতায়ু (centurion) ভোটারদের একটি নতুন তালিকা তৈরি হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এটি শুধু বাংলার জন্য নয়— গোটা দেশজুড়েই ভোটার তালিকা বিশেষভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তার অংশ হিসেবেই পশ্চিমবঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শতবর্ষ পার করা ভোটারদের প্রতি প্রতিবার সাধারণ নির্বাচনে বিশেষ দৃষ্টি দেয় কমিশন। ভোটকেন্দ্রে তাঁদের বিশেষভাবে স্বাগত জানানো, সম্মান জানানো বা সম্বর্ধনা দেওয়ার উদ্যোগও আগের নির্বাচনে দেখা গেছে। তবে কমিশনের মতে, শতায়ু ভোটারের প্রকৃত সংখ্যা নির্ধারণ ও তাঁদের প্রকৃত  তালিকা তৈরি করলে একদিকে যেমন তথ্যের স্বচ্ছতা আসবে, অন্যদিকে ভোটার তালিকা থেকেও অনিয়ম বা বিভ্রান্তির সুযোগ কমবে।

আরও পড়ুন: উৎসবে মরশুমে দার্জিলিং-এ নতুন হেরিটেজ! আসছে ১৩০ বছর পুরোনো ইঞ্জিন

নির্বাচন কমিশনের এক কর্তার কথায়, “ভোটার তালিকায় মৃত বা অপ্রাসঙ্গিক নাম থেকে গেলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট করে। তাই শতায়ু ভোটারদের প্রকৃত তালিকা তৈরির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...