পুজোয় বাংলা ছবির হৈ হৈ মুক্তি, রৈ রৈ ব্যাপার। রক্তবীজ ২ থেকে দেবী চৌধুরানী, রঘু ডাকাত প্রচারে জান লড়িয়ে দিচ্ছেন মেগা স্টার থেকে সুপারস্টাররা। শনিবার, দুপুরে ‘দেবী চৌধুরানী’র প্রচার দেবী চৌধুরানী রেস্তোরাঁয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabonti Chatterjee), বিবৃতি-সহ তাঁর সঙ্গে যাঁরা সারা বছর থাকেন, তাঁদের মধ্যাহ্নভোজ সারলেন ছবির ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। আর সেখানেই তাঁর উক্তি, সন্ন্যাসী তো আমি নই!

উপান্যাসে ভবানী পাঠক সন্ন্যাসী। কিন্তু একাধারে তিনি বিপ্লবীও। ধনীর ধন লুঠে তিনি দেন গরিবদের। সেই ভূমিকায় অভিনয় করা প্রসেনজিৎও কি সেইরকম? উত্তরে টলিউডের বুম্বাদা জানান, সন্ন্যাসী তো আমি নই! তবে, খাওয়া-দাওয়া বহু বছর ধরে কন্ট্রোল করি। কারণ, সেটা আমার কাজের একটা পার্ট।

একই সঙ্গে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) জানান, নিজে পরিমিত খেলেও, তিনি তাঁর সঙ্গে যাঁরা সারা বছর থাকেলন, এমনকী, যে সাংবাদিকরা বিনোদন জগতের খবর করেন তাঁদেরও খাওয়াতে ভালবাসেন। মিস্টার ইন্ডাস্ট্রির কথায়, এটা তাঁর দায়িত্ব।

পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পাচ্ছে। সবগুলিই সাফল্যের মুখ দেখুন, দর্শক হলে গিয়ে বাংলা ছবি দেখুন চান প্রসেনজিৎ।

–

–

–

–

–

–