বিতর্কের আবহেই শুরু হল আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। টসের পর করমর্দন করলেন না দুই অধিনায়ক। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের কথা বলে উল্টো দিকে ডাগ আউটে চলে যান পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাও কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন।

টসের পর সূর্যকুমার বলেন, আলাদা করে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই ঠান্ডা রেখে খেলতে হবে, ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে।পিচটা দেখে ভালই লাগছে। গত কাল শিশির পড়েছিল। প্রথম ম্যাচের পর থেকেই আমরা সব ম্যাচকে নকআউট হিসাবে ধরে নিয়েই খেলছি। আজকের ম্যাচেও তার কোনও বদল নেই। আবু ধাবিতে সম্পূর্ণ আলাদা উইকেটে খেলেছিলাম।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে সুর্যকুমার যাদবের দল। আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু ভারত নিজের অবস্থানে অনড় থাকে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

আরও পড়ুন :অলরাউন্ডারের চোট! পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে অশনি সংকেত

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মহম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও আব্রার আহমেদ।


