মহালয়ার পর থেকেই রাজ্যজুড়েই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। আজ, সোমবার নগরপাল মনোজ ভার্মা (CP Manoj Varma) দুর্গাপুজোর গাইডম্যাপ ও অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে জানান এবার বিশেষ নজর থাকছে সাইবার সিকিউরিটিতে (Cyber Security)। তিনি বলেন, ”সাইবার সুরক্ষায় তৈরী হচ্ছে আলাদা কিয়স্ক। পুজোর মধ্যেও সাইবার ক্রাইমের হাত থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আশা করছি সাধারণ মানুষের সুবিধাই হবে। দুর্গাপুজোর অ্যাপে পার্কিং নিয়ে বিশেষভাবে বলা আছে। দুর্গাপুজোর আগে এখনও সব অফিস খোলা আছে, সবাই মার্কেটিং করছে তাই থানা ও ডিভিশন স্তরে ট্রাফিকে যাতে কোন সমস্যা না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।”

সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কলকাতায় পরপর অস্ত্র উদ্ধার এবং গুলি চলার ঘটনা যে বেশ উদ্বেগজনক সেই কথা কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, ”উৎসবে মরশুমে বিষয়টি সত্যিই চিন্তার তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন টিম এই ইস্যুতে কাজ করছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে।” আরও পড়ুনঃ নচিকেতার স্বাস্থ্য নিয়ে ধমক, সুস্থ থাকার টিপস মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, ”এর আগেও কলকাতা পুলিশের এসটিএফ (STF), ডিটেকটিভ ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধারও হয়েছে। রাজ্যের বাইরে যেমন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার অস্ত্র কারখানা বা দোকান থেকে যারা অস্ত্র কিনে ঢুকছে বা পাচার চক্রে জড়িত তাদের অনেককে ধরা হয়েছে।” এই বছর গ্রেফতারির সংখ্যা অনেক বেশি বলেই দাবি করলেন তিনি। তিনি আশ্বাস দেন দ্রুত কীভাবে বিষয়টি নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা করছে কলকাতা এবং রাজ্য পুলিশের অনেকগুলো ইউনিট। পুজোর মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তৎপর প্রশাসন। মানুষের নিরাপত্তার কথা ভেবে পুজোর দিনগুলিতে পুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতা সহ একাধিক জেলায় গুলি চলার ঘটনা ঘটেছে। সঙ্গে আছে বেআইনি অস্ত্র পাচারের ইস্যু। ইতিমধ্যে বহু জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারও করেছে পুলিশ। তবে উৎসবের মরশুমে নগরপাল আশ্বাস দিয়েছেন যে, সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তীকালেও হবেও।

–

–

–

–

–

–