Sunday, November 16, 2025

আর্থিক স্বচ্ছতা ফেরানো থেকে ইডেনের দর্শকাসন বৃদ্ধি, একগুচ্ছ চ্যালেঞ্জ সৌরভের সামনে

Date:

Share post:

দ্বিতীয়বার সিএবি ( CAB) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। এর আগেও সিএবিতে সচিব এবং সভাপতি হিসেবে দুই পর্বে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলে সিভির প্রভূত উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয় দফায় সভাপতি হিসেবে একগুচ্ছ চ্যালেঞ্জ অপেক্ষা করছে মহারাজের সামনে।

প্রথমত বিগত কয়েক মাস ধরে আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ সিএবি। এক শীর্ষ কর্তাকে নির্বাসিত করা হয়েছে। ফলে শিবির ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে সৌরভের সামনে চ্যালেঞ্জ সিএবির আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা। কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপোষণের মত একাধিক অভিযোগ রয়েছে ফলে সেই জায়গায় মেরামতি করতে হবে সৌরভকে। প্রতিষ্ঠানে ভাবমূর্তি পুনরুদ্ধার করায় সৌরভের সামনে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ।

দ্বিতীয় কঠিন কাজ অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ম্যাচ আদায় করা। আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফলে বিশ্বকাপে ভালো ভালো ম্যাচ আনতে হবে সৌরভকে। এর আগে মহারাজ সভাপতি থাকাকালীন ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইডেনে।

তৃতীয় চ্যালেঞ্জ অবশ্যই ইডেনের দর্শকাসন বাড়াতে হবে। ইডেনে এই মুহূর্তে ৬৬ হাজারের দর্শকাসন রয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়, আন্তর্জাতিক ম্যাচ এবং আইপিএল ম্যাচে টিকিটের বিরাট চাহিদা থাকে ফলে ইডেনের দর্শকাসন বাড়াতে হবে।  অন্তত ২০ থেকে ২৫ হাজার দর্শক আসন আরও বৃদ্ধি করতে হবে। তার জন্য নতুন স্ট্যান্ড বানাতে হবে।

চতুর্থ, অনেক দিন বাংলা দলের বড় কোন সাফল্য নেই। রঞ্জি ট্রফিতে এর আগে দুইবার সাম্প্রতিক সময়ে ফাইনালে উঠলেও ট্রফি জয় হয়নি। ফলে সৌরভের ভোকাল টনিক বাংলা দলের জন্য কার্যকরী হতে পারে। নতুন ক্রিকেটার তুলে আনতে হবে এর জন্য ভিশন প্রকল্পকে আরও শক্তিশালী করতে হবে সৌরভকে। বাংলায় নতুন ক্রিকেটার উঠে আসছে না এমন অভিযোগ রয়েছে ফলে তৃণমূল স্তরে আরও বেশি জোর দিতে হবে।

আরও পড়ুন :সবাইকে ছাপিয়ে বর্ষসেরা ফুটবলার, ব্যালন ডি’অর জয়ের দিনে মেসিকে স্মরণ দেম্বেলের

নিউটাউন ও ডুমুরজলায় নতুন মাঠ ও অ্যাকাডেমি তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে। একগুচ্ছ চ্যালেঞ্জ নিয়েই সভাপতির আসনে বসেছেন মহারাজ।

 

spot_img

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...