অতিভারী বৃষ্টির দাপটে জলমগ্ন হয়ে পড়া মহানগরী স্বাভাবিক ছন্দে ফিরেছে বুধেই। ধরা পড়েছে শহরের সেরা উৎসবের মেজাজ। বৃহস্পতিতেও তাই একগুচ্ছ পুজো উদ্বোধন করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরে প্রথমে বাড়ি থেকে জেলার পুজোমণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। বিকেলে তিনি যাবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘের (Suruchi Sanghya Durga Puja)। সেখানে পুজোমণ্ডপের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর পরবর্তী গন্তব্য আলিপুর বডিগার্ড পুলিশ লাইন। এ বার সেখানে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। আরও কয়েকটি পুজোমণ্ডপও উদ্বোধন করবেন মমতা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার মাঝেও আজ পুজোর খবরের দিকে নজর থাকবে।

–

–

–

–

–

–

–

–

–