পরিযায়ী মামলায় হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রের

Date:

Share post:

‘পরিযায়ী’ তকমা দিয়ে বাংলার পরিবারকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বাংলাদেশি বলে দাগিয়ে সোনালী বিবির পরিবারকে সীমান্ত পার করানোর সিদ্ধান্ত একতরফা ও ভুল ছিল, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। চার সপ্তাহের মধ্যে ওই পরিবারকে ফেরানোর নির্দেশ আদালতের।

বারবার বাংলার অপমান, বাংলা ভাষার অপমান। এবার কেন্দ্রের বিজেপি সরকারের মুখ পুড়ল আদালতে। পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। যেভাবে সোনালি-সহ অন্যদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল, তার সমালোচনা করে আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন :তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

আগামী চার সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালী বিবি-সহ বীরভূমের দুই পরিবারের ৬জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চের।

এই বিষয় নিয়ে কেন্দ্রকে ধুয়ে দিয়েছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, দেবীপক্ষের সময় সঠিকভাবে জাস্টিস পেলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। বীরভূমের সোনালী খাতুন-সহ ৬ জন পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে কেন্দ্র সরকার অনৈতিকভাবে জোর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু মা দুর্গার আশীর্বাদ, আজকে ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে বলেছে, এ কি করেছেন আপনারা? এই বিতারণ সম্পূর্ণ বেআইনি। মা দুর্গার সন্তান সোনালী খাতুন, মা খেয়াল রাখেন যাতে অন্যায় না হয়! তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলায় কথা বললেই বিজেপিশাসিত রাজ্যগুলি থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। আজকে হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওই অভিযোগ কতটা ঠিক! কেন্দ্রের সরকার কতটা অমানবিক কাজ করছিল! অমিত শাহের উচিত, প্রকাশ্যে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করা! বিজেপি ক্ষমা চাক। অমিত শাহ হাইকোর্টের এই থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে ক্ষমা চান।

spot_img

Related articles

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

সকাল হোক বা বিকেল, ট্রেন হোক বা বাস, শহর হোক বা গ্রাম। দুর্গাপুজোর চতুর্থীতেই বাঙালি প্রমাণ করে দিল...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...