Wednesday, December 10, 2025

কলকাতার পুজো এখন দুবাই মিডিয়ার চর্চায়

Date:

Share post:

কলকাতার দুর্গাপুজো (Durga Puja) বিশ্বজনীন। এটি ভারতের প্রথম উৎসব যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। সেই পুজোর চর্চা যে বিদেশে থাকবে এটা তো স্বাভাবিক। কিন্তু এবার দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যম ভরে গিয়েছে কলকাতার (Kolkata) এক বিশেষ পুজোর খবরে। সেটা সল্টলেকের আইবি ব্লক-এর দুর্গাপুজো। তাদের এবারের থিম ‘দুবাই দুর্গে দুর্গা’। পুরো দুবাই শহরটাই উঠে এসেছে সল্টলেকে!

২০২১-এ দুর্গাপুজোয় বুর্জ খলিফার আদলে ১৬০ ফুট উচ্চতার মণ্ডপ করেছিল শ্রীভূমি। তবে এবার পুজো মণ্ডপ চত্বরটাকেই মিনি দুবাইয়ের আকার দিয়েছে আইবি ব্লক দুর্গাপুজো কমিটি। ডঃ সুবীর চৌধুরী জানিয়েছেন, শুধু বুর্জ খলিফা নয়, দুবাইয়ের আইকনিক বিভিন্ন ভবন রয়েছে সেখানে। সংযুক্ত আরব আমিরশাহীর অন্যান্য ল্যান্ডমার্ক যেমন দুবাই ফ্রেম, বুর্জ আল আরব, দুবাই ফাউন্টেনের প্রতিরূপ তৈরি করা হয়েছে সেখানে। আর সেই ‘দুবাই দুর্গে দুর্গা’ দেখতে রোজ ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এবার সেটা নিয়েই চর্চা খাস দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যমে। গলফ নিউজ থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় সেই পুজোর চর্চা।
লেখা হয়েছে, “হাজার হাজার দর্শনার্থী আসেন দুবাই-থিমযুক্ত দুর্গাপূজা উৎসবের প্যান্ডেল দেখতে। প্যান্ডেলগুলি অস্থায়ী, আলংকারিক কাঠামো যা হিন্দু উৎসব দুর্গাপুজোর সময় নির্মিত হয়, যা অশুভর উপর শুভর জয় উদযাপন করে।
কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলগুলি অনন্য থিম এবং ব্যতিক্রমী শৈল্পিক কারুশিল্প প্রদর্শনের জন্য বিখ্যাত। প্রতি বছর, শহর জুড়ে সবচেয়ে উদ্ভাবনী এবং সাংস্কৃতিকভাবে নান্দনিক মণ্ডপ তৈরির জন্য প্রতিযোগিতা করে যা উৎসবের সময় লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। কিছু বিখ্যাত মন্দির, প্রাসাদ বা বিশ্বব্যাপী স্মৃতিস্তম্ভের প্রতিলিপি তৈরি করে সামাজিক বার্তা বা আধুনিক শিল্প ধারণা প্রদর্শন করে।”

বিদেশের সংবাদমাধ্যমে বাংলার এক দুর্গাপুজোর প্রশংসা। এবং তার মাধ্যমেই সারা বাংলার দুর্গোৎসব ঘিরে কৃষ্টি, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তার খবর প্রকাশিত হওয়া বাঙালির কাছে নিঃসন্দেহে গর্বের।

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...