কলকাতার পুজো এখন দুবাই মিডিয়ার চর্চায়

Date:

Share post:

কলকাতার দুর্গাপুজো (Durga Puja) বিশ্বজনীন। এটি ভারতের প্রথম উৎসব যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। সেই পুজোর চর্চা যে বিদেশে থাকবে এটা তো স্বাভাবিক। কিন্তু এবার দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যম ভরে গিয়েছে কলকাতার (Kolkata) এক বিশেষ পুজোর খবরে। সেটা সল্টলেকের আইবি ব্লক-এর দুর্গাপুজো। তাদের এবারের থিম ‘দুবাই দুর্গে দুর্গা’। পুরো দুবাই শহরটাই উঠে এসেছে সল্টলেকে!

২০২১-এ দুর্গাপুজোয় বুর্জ খলিফার আদলে ১৬০ ফুট উচ্চতার মণ্ডপ করেছিল শ্রীভূমি। তবে এবার পুজো মণ্ডপ চত্বরটাকেই মিনি দুবাইয়ের আকার দিয়েছে আইবি ব্লক দুর্গাপুজো কমিটি। ডঃ সুবীর চৌধুরী জানিয়েছেন, শুধু বুর্জ খলিফা নয়, দুবাইয়ের আইকনিক বিভিন্ন ভবন রয়েছে সেখানে। সংযুক্ত আরব আমিরশাহীর অন্যান্য ল্যান্ডমার্ক যেমন দুবাই ফ্রেম, বুর্জ আল আরব, দুবাই ফাউন্টেনের প্রতিরূপ তৈরি করা হয়েছে সেখানে। আর সেই ‘দুবাই দুর্গে দুর্গা’ দেখতে রোজ ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এবার সেটা নিয়েই চর্চা খাস দুবাইয়ের (Dubai) সংবাদ মাধ্যমে। গলফ নিউজ থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় সেই পুজোর চর্চা।
লেখা হয়েছে, “হাজার হাজার দর্শনার্থী আসেন দুবাই-থিমযুক্ত দুর্গাপূজা উৎসবের প্যান্ডেল দেখতে। প্যান্ডেলগুলি অস্থায়ী, আলংকারিক কাঠামো যা হিন্দু উৎসব দুর্গাপুজোর সময় নির্মিত হয়, যা অশুভর উপর শুভর জয় উদযাপন করে।
কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলগুলি অনন্য থিম এবং ব্যতিক্রমী শৈল্পিক কারুশিল্প প্রদর্শনের জন্য বিখ্যাত। প্রতি বছর, শহর জুড়ে সবচেয়ে উদ্ভাবনী এবং সাংস্কৃতিকভাবে নান্দনিক মণ্ডপ তৈরির জন্য প্রতিযোগিতা করে যা উৎসবের সময় লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। কিছু বিখ্যাত মন্দির, প্রাসাদ বা বিশ্বব্যাপী স্মৃতিস্তম্ভের প্রতিলিপি তৈরি করে সামাজিক বার্তা বা আধুনিক শিল্প ধারণা প্রদর্শন করে।”

বিদেশের সংবাদমাধ্যমে বাংলার এক দুর্গাপুজোর প্রশংসা। এবং তার মাধ্যমেই সারা বাংলার দুর্গোৎসব ঘিরে কৃষ্টি, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তার খবর প্রকাশিত হওয়া বাঙালির কাছে নিঃসন্দেহে গর্বের।

spot_img

Related articles

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...

এক মুঠো ফুল দাও: দশমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, জানালেন দশেরার অভিনন্দনও

আবার এসো মা। আজ দশমী (Bijaya Dashami)। চারপাশে মন কেমনের পূর্বাভাস। কিন্তু তার মধ্যেও আশা যে আবার সামনের...

গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

নবমী পর্যন্ত মোটের উপর আবহাওয়া ভালো থাকলেও, দশমীর সকাল থেকেই হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতো বিক্ষিপ্ত বৃষ্টি...

অহিংসা-শান্তি-একতা-সম্প্রীতির বাণী: গান্ধীজিকে স্মরণ মমতা ও অভিষেকের

২ অক্টোবর গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। দেশজুড়ে জাতির জনকের ১৫৬তম জন্মনবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ শুধুমাত্র জাতীয় ছুটিই নয়,...