Thursday, December 11, 2025

মহা মিলনের সুরে সাংস্কৃতিক মেলবন্ধন, বেঙ্গালুরুর পাল বাড়িতে জমজমাট প্রবাসীদের পুজো

Date:

Share post:

দুর্গা পুজো বিশ্বজনীন। বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালির  একত্রিত হয়ে দুর্গা পুজোর আয়োজন করেন। বর্তমানে কর্মসূত্রে  বেঙ্গালুরুতে বাঙালির সংখ্যা কম নয়। হিন্দুস্থান এরোনটিক এলাকায় পালবাড়ির দুর্গাপুজো প্রবাসী বাঙালিদের কাছে এই মিলন কেন্দ্র। এই বাড়ির পুজো প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে এটি যেন এক সাংস্কৃতিক মেলবন্ধন।

কলকাতায় থেকেই আসেন মৃন্ময়ী মায়ের প্রতিমা, নিয়ম নীতি থেকে উপাচার সব কিছুই হয় তিথি মেনে।মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর রীতি রিওয়াজ। জাঁকজমক ও ঐতিহ্য বজায় রেখেই কলকাতার পুরোহিতরা পুজো করেন। পুজোর স্থান বেঙ্গালুরু হলেও মিষ্টি, হালুয়া থেকে খাওয়া দাওয়ার সব কিছুতেই ষোলোয়ানা বাঙালিয়ানা।শুধু উৎসব নয়, এখানে প্রতিদিনের আড্ডা, গান, আবৃত্তি, নাটকের মধ্য দিয়ে শিশু-কিশোররা বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছে। মণ্ডপ যেন হয়ে ওঠে এক অস্থায়ী বঙ্গ সংস্কৃতির কেন্দ্রস্থল।

মহা মিলনের সুরে পালবাড়ির দুর্গোৎসব আজ আর শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। কানাড়া, তামিল ও মারাঠি পরিবারও সমান উৎসাহে অংশ নেয় এই পুজোয়। একদিকে সানাই বাজে, অন্যদিকে অ-বাঙালি অতিথিরা উপভোগ করেন লুচি-আলুর দম আর খিচুড়ি। পুজো পরিণত হয়েছে সাংস্কৃতিক ঐক্যের মঞ্চে।

পাল পরিবারের কর্তা সীতাংশুশেখর পাল বলেন, “আমাদের নতুন প্রজন্মের অনেকেই বাংলা পড়তে পারে না। কিন্তু তারা যখন এখানে ঢাকের শব্দ শোনে, মায়ের আরাধনা দেখে বা ভোগ খেতে বসে, তখন বুঝতে পারে এটাই তাদের শিকড়।”

পাল বাড়ির  কন্যা রোজি পালের হাত ধরেই এই পুজোর সূচনা। তঁার কথায়,, “আমাদের সময় মেয়েরা দুর্গাপুজোর আয়োজনের বাইরে থাকত। কিন্তু প্রবাসে এসে দেখলাম, এখানে নারীরাই আসল উদ্যোক্তা। রান্না থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব জায়গায় মেয়েদের অংশগ্রহণেই পুজো প্রাণ পায়।”

ভার্চুয়াল দুনিয়ায় সবাই একই অঞ্চলের বাসিন্দা। কলকাতা কিংবা বিদেশে থাকা আত্মীয়রা ভিডিও কলে প্রতিমা দর্শন করেন। ঢাক-ঢোল, সানাইয়ের সুর লাইভস্ট্রিম হয় সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরু যেন হয়ে  উঠে একখণ্ড কলকাতা।

আরও পড়ুন :“দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা”, গানের সুরেই মহাষ্টমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরুর পালবাড়ির দুর্গাপুজো কেবল এক ধর্মীয় উৎসব নয়, প্রবাসে সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতীক। এটি দেখিয়ে দেয়, সময় ও ভৌগোলিক দূরত্ব যতই হোক, দুর্গাপুজো মানেই বাঙালির কাছে ঘর, শিকড় ও একাত্মতার অনুভূতি।

 

spot_img

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...