ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়া ফিলিপিন্সে ( earthquake in philippines) একের পর এক মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার তীব্র কম্পনে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর এসেছে! উদ্ধারকাজ চলছে, সংখ্যাটা যকোনও মুহূর্তে বদলে যেতে পারে। আহত প্রায় দেড়শ ছুঁই ছুঁই।

টাইফুন রাগাসার পর এবার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্স।আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, বোগো শহর(Bogo City) থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই এলাকার ঘন জনবসতিপূর্ণ। কম্পনের ফলে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ভূমিধসের ফলে অসংখ্য ঝুপড়ি মাটির তলায় চলে গিয়েছে। অনুমান করা হচ্ছে ধ্বংসস্তূপের নীচে এখনো আটকে রয়েছেন বহু মানুষ। মঙ্গলের পর বুধেও চলছে উদ্ধারকাজ।কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা (Tsunami Alert)) জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। সেবু, লেইট এবং বিলিরানের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

–

–

–

–

–

–

–

–
–