ভারতীয় ধনুকুবেরদের তালিকায় মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির নাম থাকবে এটাই স্বাভাবিক। তবে এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ (M3M Hurun India Rich List 2025)-এ চমকে দিয়েছেন বছর একত্রিশের অরবিন্দ শ্রীনিবাস (Arvind Srinivas)। Perplexity AI-এর সহ-প্রতিষ্ঠাতা এবছর ভারতীয় ধনীদের তালিকায় সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার শিরোপা পেয়েছেন। এক নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), দ্বিতীয় স্থানে আদানি কর্তা (Gautam Adani)।

অরবিন্দ চেন্নাইয়ের বাসিন্দা। জন্ম ১৯৯৪ সালের ৭ জুন। IIT মাদ্রাজ থেকে বি টেক এবং এম টেক করে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। এই সময়ে তিনি OpenAI এবং Google Brain-এর মতো কোম্পানিতে গবেষণা ক্ষেত্রে ইন্টার্ন হিসেবে কাজ করেন।

আরও পড়ুন: বারুইপুরে অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য!

২০২২ সালে Perplexity AI নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন এবং সেটা এতটাই সাফল্য অর্জন করে যে অরবিন্দ শ্রীনিবাস খুব সহজেই ধনী ব্যক্তিদের তালিকায় উঠে আসেন।এই তরুণের সম্পত্তির পরিমাণ প্রায় ২১,১৯০ কোটি বলে জানা গেছে।

–

–

–

–

–

–
–