আমেদাবাদ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংস থেকেই ভরসা দিচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনে শতরান পূরণ করলেন। সেই সঙ্গে অভিনব সেলিব্রেশন করলেন কর্ণাটকী তারকা।

প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন দ্বিতায় দিনে সেখান থেকেই ব্যাটিং শুরু করলেন রাহুল। পূর্ণ করে শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে করলেন। সম্ভবত নিজের শিশুকন্যাকে উৎসর্গ করে এই সেলিব্রেশন। কয়েক মাস আগেই কন্যা সন্তানের পিতা হয়েছেন রাহুল। তাই দেশের মাটিতে দ্বিতীয় টেস্ট শতরান করে কন্যার জন্যই সেলিব্রেশন করলেন রাহুল।

সব মিলিয়ে টেস্টে ১১ নম্বর শতরান করলেন রাহু। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি।

ওপেনিং ব্যাটারদের তালিকায় এই বছর সবথেকে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছিল কেএল রাহুল। অন্যদিকে, ২০২৫ সালে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন এই ভারতীয়।

বৃহস্পতিবার ১২১ রানে দুই উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত। শুক্রবার মধ্যাহ্নভোজের বিরতির আগেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান টপকে গিয়েছে ভারত। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন গিল। দ্বিতীয় দিনে লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর তিন উইকেট হারিয়ে ২১৮ রান। ৫৬ রানের লিড রয়েছে।

আরও পড়ুন :বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

আমেদাবাদের দ্বিতীয় দিন লোকেশ রাহুল ও শুভমান গিল জুটি ভারতকে লিড নিতে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের নেগেটিভ বোলিং রান আটকায় ভারতের। লোকেশ রাহুল এবং শুভমন গিলকে রিভার্স সুইপ খেলতেও দেখা যায়।

–

–

–
–