অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের (Air India Dreamliner)।অমৃতসর থেকে বার্মিংহামগামী ৭৮৭-৮ ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই ফিরল গত জুন মাসে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি। যদিও এবার চালকের তৎপরতায় ফ্লাইটের সফল অবতরণ করা গেছে। হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর, পঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের আগেই আচমকা বৈদ্যুতিক গন্ডগোল টের পান চালক। অত্যন্ত ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে তিনি বিমানের RAT সিস্টেম সক্রিয় করে দেন। যার ফলে বিমানের সফলভাবে অবতরণ সম্ভব হয়েছে।কোনও ক্রু সদস্য কিংবা যাত্রী আহত হননি বলেই জানা গেছে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই দুর্ঘটনার কবলে পড়ে। অন্তত আড়াইশো জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত বারবার ড্রিমলাইনারের একাধিক যান্ত্রিক গোলযোগের খবর শিরোনামে উঠে এসেছে। যাত্রীরা বলছেন, চালকের তৎপরতার কারণে এবার বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কিন্তু বারবার এই ধরনের সমস্যায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে। কর্তৃপক্ষের তরফে অবশ্য এই নিয়ে কোনও বিবৃতি মেলেনি।

–

–

–

–

–

–

–

–