মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন করলেন না দুই অধিনায়ক। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানা দুই দলের অধিনায়ক কেউই একে অপরের সঙ্গে হাত মেলালেন না। ফলে বিতর্ককে সঙ্গী করেই শুরু হল ম্যাচ।

এর আগে এশিয়া কাপে তিন ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বা দলের সঙ্গে করমর্দন করেনি সূর্যকুমার এবং ভারতীয় ক্রিকেটাররা। এমনকী, পিসিবি প্রধান এবং এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপ জেতার পর ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যা নিয়ে বিতর্ক এখনও চলছে।

মহিলাদের একদিনের বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের। ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, অমনজ্যোতের পরিবর্তে পেসার রেনুকা সিং ঠাকুর একাদশে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছি আমরা ধারা বজায় রাখার পালা।

পাক অধিনায়ক ফতিমা সানা বলেন, আমরা প্রথমে বোলিং করব, মনে হচ্ছে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকতে পারে। আমাদের দলে একটি পরিবর্তন হচ্ছে। ওমাইমা সোহেলের পরিবর্তে সাদাফ শামাস খেলবেন। আমরা আত্মবিশ্বাসী। , আশা করি আমরা আজ আরও ভালো খেলব। ২৫০ এর নিচে স্কোর হলে সেই রান ভালোভাবে করে যাবে।

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজ পিচ সম্পর্কে বলেন, শুরুতে পেসারদের জন্য সুবিধা থাকবে। নতুন বল কাটিয়ে দিতে পারলেই ব্যাটারদের স্বর্গ।

–

–

–

–
