বাংলায় তৃণমূলকে হারাতে না পেরে ত্রিপুরায় কার্যালয় হামলা বিজেপির: গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

বাংলায় শাসকদলের সঙ্গে এঁটে উঠতে না পেরে ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে হামলা চালাল বিজেপি। ভাঙা হয় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ভিনাইল বোর্ড। ছেঁড়া হয় পোস্টার-ব্যানার। পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটলেও তারা কোনওরকম বাধা দেয়নি বলে অভিযোগ। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “এটা বিজেপির প্রতিশোধমূলক এবং আইন না মানার মানসিকতা প্রকাশ করে।”

মঙ্গলবার, অভিষেক লেখেন, “বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভোটের ময়দানে হারাতে না পেরে, বিজেপি তাদের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে হিংসা উস্কে দেওয়ার জন্য নিজেদের সম্পূর্ণ বাহিনীকে ব্যবহার করেছে। ত্রিপুরা পুলিশের নজরদারির মধ্যেই তাদের কর্মীরা ত্রিপুরায় আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের প্রতিশোধমূলক এবং আইন না মানার মানসিকতা প্রকাশ করে।”

 

এর আগে ২০২১-এ ত্রিপুরায় আক্রান্ত হয় অভিষেকের কনভয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায়। সে কথা উল্লেখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়; কেবল ত্রিপুরাতেই আমাদের নেতা-কর্মীরা বারবার হামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ত্রিপুরায় আমার কনভয়ে বিজেপি-আশ্রিত গুন্ডাবাহিনী ভাঙচুর চালায়। তারা গণতন্ত্র রক্ষার কথা বলে অথচ তাদের কাজ তাদের কথারই বিপরীত।”

বুধবার ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল৷ এই দলে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা, দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, যুব নেতা সুদীপ রাহা এবং সাংসদ সুস্মিতা দেব। অভিষেক জানান, “এই ভয়াবহ হামলার প্রেক্ষিতে, আমাদের রাজ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগামিকাল ত্রিপুরা যাচ্ছে। তারা পরিস্থিতি পরিচালনা করে আমাদের কর্মীদের পাশে থাকার বার্তা দেবে পাশাপাশি ত্রিপুরা রাজ্য প্রশাসনের কাছে এ বিষয়ে জানাবে। ভয় দেখানো, হিংসা বা প্রতিহিংসা কখনও আমাদের চুপ করিয়ে রাখতে পারবে না। বিজেপির হিংসাত্মক রাজনীতিকে হারিয়ে গণতন্ত্র, আইন এবং জনগণের রায় সর্বদা জয়ী হবে।”

আরও পড়ুন – প্রসূতির চিকিৎসার প্রয়োজনেই প্রাণ হাতে জিপ লাইনে ক্ষরস্রোতা নদীপার BMOH ইরফানের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...