বুধের সকালে বজবজ স্টেশনের (Budge Budge Station) সামনে ১৪ নম্বর রেলগেটের কাছে আচমকা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। যার ফলে সাময়িকভাবে শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল (Train service disrupted In Sealdah Budge Budge division)। হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনায় যথেষ্ট ট্রেন দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

রেলের তরফে জানানো হয়েছে ক্রেন দিয়ে লাইনচ্যুত মালগাড়িটিকে ট্র্যাক থেকে সরানোর চেষ্টা চলছে। ধীরে ধীরে পরিষেবা চালু করা গেছে। যদিও যাত্রীদের অভিযোগ দীর্ঘসময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকেও ট্রেনের দেখা মিলছে না। আপ ও ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদহে। ট্রেন দুর্ভোগে বিরক্ত নিত্যযাত্রীরা। কীভাবে মালগাড়ি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–
–