প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ (North Bengal weather)। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই জানিয়ে দিলেও হাওয়া অফিস। মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়-বৃষ্টির হলুদ সতকর্তা জারি করা হয়েছে। এছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিসের কর্তারা বলছেন গত কয়েকদিন ধরে নিম্নচাপ, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে ছিল তবে এবার সেই পর্যায়ে নতুন করে শুরু হয়েছে। ফলে এই উইকেন্ডেই চলতি মরশুমের বর্ষা বিদায় নিতে চলেছে।

দক্ষিণবঙ্গে ধাপে ধাপে বৃষ্টি কমবে। আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বিক্ষিপ্ত বর্ষণ চলতে পারে।বৃহস্পতিবার ৭ জেলায় এবং শুক্রবার আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে বৃষ্টি পুরোপুরি কমে যাবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই।

–

–

–

–

–

–

–

–