ঘুরে দাঁড়াচ্ছে দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ , দুর্গতদের ত্রাণ সাহায্য প্রসেনজিতের 

Date:

Share post:

টলিউডের (Tollywood) শিল্পী কলাকুশলীদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে টাকা জমা দেওয়ার ব্যবস্থা আগেই করেছিলেন, এবার সরাসরি উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রাকৃতিক তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। দার্জিলিং থেকে কালিম্পং, জলপাইগুড়ি-কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র একই ছবি। কোথাও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে মানুষ, তো কোথাও আবার জমা জলে এখনও পর্যন্ত বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন। এই অবস্থায় অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘জাতিস্মর’ অভিনেতা ।

কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন টলিউডের ‘ভবানী পাঠক’। কাজেও সেটা করে দেখালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন উত্তরবঙ্গের পাশে রয়েছে বাংলা বিনোদন জগত। সেইমতো নিজের উদ্যোগে ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ করে উত্তরবঙ্গে ত্রাণ পাঠালেন টলিপাড়ার বুম্বাদা। নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রসেনজিতের উদ্যোগে তাঁর অনুরাগীরা চাল-ডাল, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন কোচবিহারের বাঁধের পাড় অঞ্চলে। ইন্ডাস্ট্রি জ্যেষ্ঠপুত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এক কথায় তিনি বুঝিয়ে দিলেন, ‘সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ অন্যদিকে দেবের ফ্যান ক্লাবের তরফেও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিলি করা হয়েছে। অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

 

spot_img

Related articles

বাবার সঙ্গে সম্পর্কের অবনতি, বড় পদক্ষেপের পথে রুক্মিণী!

একটা বয়সে পর বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুর মত হয়ে যায়, কাব্যে ও পদ্যে পড়া এই লাইনগুলো বাস্তবে...

লাইফটাইম অ্যাচিভমেন্ট জিনাতের, নজরকাড়া ফিল্মফেয়ারে ‘লাপাতা লেডিস’-এর জয়জয়কার 

বলিউড বিনোদন জগতের অন্যতম বড় মঞ্চ মানেই ফিল্মফেয়ারের (70th Filmfare Awards 2025) ঝলমলে রাত। দেশে হোক বা বিদেশে,...

কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

জয়াকে বিয়ে করার পর থেকেই তিনি বাংলার আত্মীয় এবং কলকাতার জামাই। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ...

অমিতাভের জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, চলচ্চিত্র উৎসবের স্মৃতিচারণায় মমতা

বলিউড শাহেনশাহর তিরাশিতম জন্মদিনে (Amitabh Bachchan Birth anniversary) দেশ জুড়ে বিগ বি অনুরাগীদের মনে উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়ায়...