এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের( AFC Asian Cup qualifier) ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত (INDIA)। খেলার ফল ১-১। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ভারত। তবে জটিল অঙ্কে এখন খালিদ জামিলের দলের অঙ্ক।

সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে আনোয়ার আলিকে রক্ষণে রাখেন কোচ খালিদ জামিল।প্রথমার্ধের মাঝামাঝি সময় সেরকম এক ভাসানো বল থেকেই গোলের সুযোগ চলে এসেছিল ম্যাকার্টন লুইস নিক্সনের পাশাপাশি ফারুক চৌধুরীদের কাছে। প্রথমার্ধের শেষ দিকে সতীর্থ ফুটবলারের মাঝ মাঠ থেকে ভাসানো বল রিসিভ করে আচমকা ভারতের রক্ষণে ঢুকে পড়েন ইখসান ফান্দি। ভারতীয় ডিফেন্ডাররা তাঁকে রুখতে পারেনি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকল সিঙ্গাপুর। প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া এবং এলোমেলো ফুটবল খেলে ভারত।

শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাঁরা হাল ছাড়ে না খালিদ জামিলের দল। এদিনও ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল ভারত। তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে রহিম আলির গোলে ম্যাচ ড্র করতে সক্ষম হল ব্লু টাইগার্সরা। ১-১ গোল ড্র করল ভারত।

আরও পড়ুন :অধিনায়ক গিলকে স্বাগত সৌরভের, রোহিতকে নিয়ে কী বললেন মহারাজ?

তবে ভারতের অঙ্ক কিন্তু খুব জটিল হল। গ্রুপ সি-তে ভারত এখন আছে তি নম্বরে। ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ২। মূল পর্বে যেতে হলে বাকি ম্যাচগুলো জিততে হবে ভারতকে।

–

–

–

–
