অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের ধূপখালি গ্রামের বাসিন্দা আকবর গাজির। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা।

বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন। ঘটনার খবর পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছিলেন আকবর গাজি। দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে কাজ করার সময় তিনি মানসিক চাপে ছিলেন। কারণ, বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক সময় তাঁকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তার মুখে পড়তে হতো। কয়েক দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় এক হাসপাতালে মারা যান তিনি। বেড়মজুর ২ নম্বর অঞ্চলের ধূপখালি গ্রামের এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু আবারও সামনে আনল ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের অনিশ্চিত অবস্থার বাস্তব চিত্র। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আকবর গাজির পরিবারের পাশে থেকে সমস্ত সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন- ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সফল উদ্যোগ অভিষেকের

_

_

_

_

_

_
_