যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, পাড়ায় BJP নেতাদের ধরে রাখুন- বাগদা পশ্চিম ব্লক তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিলেন ব্যারাকপুর সাংসদ ও জেলা সভাপতি পার্থ ভৌমিক। SIR-এর নাম করে বাংলার বৈধ ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। এই অভিযোগ শাসকদলের শীর্ষ নেতৃত্বে এদিন সেই কথার সূত্র ধরেই বার্তা দিলেন পার্থ।

এদিন, বাগদা পশ্চিম ব্লক তৃণমূলে পক্ষ থেকে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। ছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, ব্যারাকপুর সাংসদ ও জেলা সভাপতি পার্থ ভৌমিক এবং ব্লক সভাপতি নিউটন বালা।

মঞ্চে পার্থ ভৌমিক বলেন, “যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, পাড়ায় BJP নেতাদের ধরে রাখুন।” তাঁর অভিযোগ, “বিরোধী দলনেতা এস আই আর-এর নামে ভোটারদের নাম বাদ দেবে। এটা কারও পৈতৃক সম্পত্তি নয়। যদি অবৈধভাবে কাটা হয়, বাংলায় আগুন জ্বালানো হবে।”

আরও পড়ুন- তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাষ হাওয়া অফিসের

_

_

_

_

_

_
_