প্রতিদিন ট্রেন লেট। নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। যার ফলে কখনও অফিসে হেনস্থার শিকার হতে হচ্ছে, কখনও ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এবার গর্জে উঠলেন সাধারণ মানুষ। শনির সকালে হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দাবি একটাই, রেলকে অবিলম্বে লিখিতভাবে জানাতে হবে যে রবিবার থেকে কোনও ট্রেন লেট চলবে না। অবরোধের জেরে হাওড়া-আমতা রুটে (Howrah Amta division) রেল চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা। বিক্ষোভ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে জগৎবল্লভপুর থানার পুলিশ (Jagatballavpur Police Station)। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল থমকে থাকায় সমস্যায় যাত্রীরা।

–

–

–

–

–

–

–

–

–