ওড়িশা থেকে আসা এক মেডিক্যাল ছাত্রীর ধর্ষনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। শুক্রবার গভীর রাতে শহরের এক মেডিক্যাল ইনস্টিটিউটের ক্যাম্পাস সংলগ্ন বনাঞ্চলে এই লজ্জাজনক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযুক্তদের খুঁজে বের করতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, “একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তদন্ত সঠিকভাবে এগোচ্ছে এবং দোষীদের গ্রেফতার করতে কোনও ত্রুটি রাখা হবে না। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো খবর বা গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হচ্ছে। নারীর প্রতি অপরাধে আমাদের অবস্থান স্পষ্ট — ‘জিরো টলারেন্স পলিসি’।”

ওই ঘটনার পর রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “দুর্গাপুরে ওড়িশার এক চিকিৎসা ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। অপরাধীরা কোনও ভাবেই রেহাই পাবে না। নির্যাতিতা এখন নিরাপদে আছেন এবং দ্রুত সেরে উঠছেন। তাঁর পরিবারকে সবরকম সহায়তা করা হচ্ছে। এই বিষয়ে কেউ যেন অযাচিত বা যাচাইবিহীন তথ্য প্রচার না করেন। পশ্চিমবঙ্গ পুলিশ নারীর প্রতি অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে এবং সেটি বাস্তবায়িত করতেই আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক সূত্র হাতে এসেছে তদন্তকারীদের। অভিযুক্তদের শনাক্ত করতে বিশেষ দল কাজ করছে। মেডিক্যাল ইনস্টিটিউটের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পুলিশের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে ক্যাম্পাসে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বনাঞ্চল ঘেঁষা এলাকায় টহলদারি আরও বাড়ানো হবে। মানবিকতা, আইন এবং ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি পুনরায় জানিয়ে রাজ্য পুলিশের বক্তব্য— “নির্যাতিতা ছাত্রীর যন্ত্রণা আমাদেরও যন্ত্রণা। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।”

আরও পড়ুন – দুর্ভাগ্যজনক ঘটনা: বাংলার সরকারকে কড়া পদক্ষেপের আর্জি ওড়িশা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_
_