দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের (Durgapur Rape Case) ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন খুঁজে তাঁদের ধরা গেছে বলে জানা গেছে। শনিবারই রাজ্য পুলিশ এই কেসে ‘জিরো টলারেন্স’ (Zero tolerance) নীতির কথা জানিয়েছিল। রাতেই জানা গেছিল ৫ অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ঘটনার স্থল থেকে কলেজের দূরত্ব প্রায় এক কিলোমিটার। নির্যাতিতার বয়ান অনুযায়ী ওই সময় এলাকায় কোন কোন মোবাইল ফোন সক্রিয় ছিল তা করতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই তিনজনের গ্রেফতারি, বাকি দুজনের খোঁজ চলছে। তাঁরা গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছেন কিনা তা জানতে পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গলে ড্রোন উড়িয়ে নজরদারিও চালানো হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ছিলেন ছাত্রী। এরপরই ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার সকালে খবর প্রকাশ্যে আসতেই তার সহপাঠীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও কথা বলে। ঘটনার দিন নির্যাতিতা বন্ধুর সঙ্গে বেরিয়েছিল। আক্রান্ত তরুণীর বয়ান অনুযায়ী তিনজন এসে হঠাৎ তাঁর ফোন কেড়ে নেয়। এরপরে বাকি দুজন এসে কী হয়েছে জানতে চাইলে নির্যাতিতা জানান যে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের মোবাইল থেকেই নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন। সেই নম্বরের সূত্র ধরেই পুলিশ অভিযুক্তদের খোঁজ পায় বলে খবর। তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

–

–

–

–

–

–

–

–
–