নিজের সময়সীমার থেকে অনেকটা বেশি সময় বাংলায় কাটিয়ে অবশেষে চলতি মরশুমে রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে বর্ষা (Monsoon)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) রবিবার উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। ঘূর্ণাবর্তের প্রভাবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, তবে বড় দুর্যোগের আশঙ্কা নেই। মঙ্গলবার থেকেই রাজ্যে হাওয়া বদল।

চলতি বছরে বারবার বৃষ্টির কবলে পড়তে হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গকে। পুজোর পর পাহাড়ে ভয়াবহ দুর্যোগের স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই বর্ষা বিদায়ের খবর দিল হাওয়া অফিস। ১২ থেকে ১৮ অক্টোবর এর মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ কালীপুজো থাকবে বৃষ্টিহীন। রবিবার ভিজতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও আরও কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কোথাও আর কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নেই। সোমবার পর্যন্ত শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

–

–

–

–

–

–

–

–