ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

Date:

Share post:

আইএসএলের আগে ইস্টভেস্টর সমস্যা সমাধানে  আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) কাছে আবেদন  মহামেডান ক্লাবের(Mohamedan Club)।  সচিব ইশতিয়াক আহমেদ রাজু, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, কার্যকরী কমিটির দুই কর্তা বেলাল আহমেদ খান, মহম্মদ রুস্তম এই চারজন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলেন।

গত মরশুমে আইসএল খেলার সুযোগ পেয়েছিল মহমেডান। কিন্ত ভালো পারফরম্যান্স করতে পারেনি সাদা কালো শিবির। তার উপর ইনভেস্টরের সঙ্গে শেয়ার বন্টন নিয়ে সমস্যা শুরু হয়েছে। নতুন মরশুমের শুরু থেকেই দাবি মতো শেয়ার না পেয়ে ইনভেস্টররা হাত গুটিয়ে নিয়েছে। ফলে আর্থিক সংকেট পড়েছে শতাব্দী প্রাচীন ক্লাব।  এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে আরও একবার মমতার দ্বারস্থ  হলেন মহমেডান কর্তরা।

রবিবার মহমেডানের কর্তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান কিন্তু উত্তরবঙ্গ সফরের ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি মহমেডান কর্তাদের। তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসেন। তাদের আশা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেই জট কাটবে।

ক্লাবের সচিব রাজু আহমেদ বিশ্ব বাংলা সংবাদকে ফোনে জানিয়েছেন, “আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চেয়েছি।  এর আগেও আবেদন করেছিলাম  আরও একবার তাঁর সামনে তুলে ধরলাম। আইএসএল শুরুর আগে অনেক সমস্যা আছে সেটা মেটাতে হবে। তার জন্য ইনভেস্টরদের সময় দিতে হবে। এর আগে কলকাতা লিগে আমরা নিজেরা দল গঠন করেছিলাম সুপার কাপে নিজেরা টাকা খরচ করে দল পাঠা্চ্ছি। কিন্তু আইএসএল খেলতে ইনভেস্টর প্রয়োজন।”

এর আগে মহমেডানকে আইএসএলে খেলানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন মমতা। এবারও জট কাটাতে তাঁর হস্তক্ষেপের আবেদন করেছেন কর্তারা। এবার ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে। অবনমনের আশঙ্কা থেকে বেড়িয়ে এসেছে একেবারে শেষ মুহূর্তে। দলের ওপর রেজিস্ট্রেশন ব্যান চলছে। ইনভেস্টর চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা।

 

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...