উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাগপত জেলার গাঙ্গলোনি গ্রামে মসজিদের ভিতরে নৃশংস হত্যাকাণ্ড। মৌলবি ইব্রাহিমের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী এবং দুই শিশু কন্যাকে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শনিবার সকালে নামাজ পড়তে এসে মৌলবিকে না পেয়ে সন্দেহ জাগে স্থানীয়দের। বেশ কয়েকবার ডাকাডাকির পর সাড়া না মেলায়, কয়েকজন মসজিদ সংলগ্ন মৌলবির বাসভবনে চলে যান। সেখানেই তাঁরা দেখতে পান— রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৌলবির স্ত্রী ইসরানা এবং তাঁদের দুই কন্যা— সোফিয়া (৫) ও সুমইয়্যা (২)-র দেহ। সূত্রের খবর, মৌলবি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাক্কিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। আরও পড়ুন: ত্রাওরের তুফানে আফ্রিকায় জাগছে জেন-জি! বিশ্বমঞ্চে উঠে আসছে বুরকিনা ফাসো

পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের আগে মসজিদের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফরেনসিক দল, ডগ স্কোয়াড এবং আঙুলের ছাপ পরীক্ষার দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। অপরাধী পরিবারের ঘনিষ্ঠ কেউ বলেই মনে করা হচ্ছে। মসজিদের গতিবিধি এবং নিরাপত্তার বিষয়ে আগেই জানা দুষ্কৃতীদের ছিল। মৌলবি ইব্রাহিমকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে এখনও অপরাধীদের হদিশ পাওয়া যায়নি।

–

–

–

–

–

–

–
