রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে প্রায় পৌনে সাতটা থেকে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানায়, আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে আংশিকভাবে পরিষেবা চালু রাখা হয়েছে। তবে তাতেও ময়দান থেকে ট্রেনের অপেক্ষায় দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। স্টেশনে এবং ট্রেনের ভিতরে হুড়োহুড়ি ও ভিড় চরমে পৌঁছায়।

গত কয়েকমাস ধরে মেট্রো বিভ্রাট যেন নিত্যদিনের সঙ্গী। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও রেক আটকে যাওয়া—দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা, তৈরি হচ্ছে যাত্রীদের দমবন্ধ পরিস্থিতি। এদিনের ঘটনাও তারই পুনরাবৃত্তি বলে মনে করছেন বিভ্রান্ত ও বিরক্ত নিত্যযাত্রীরা।

–

–

–

–

–

–

–
