Thursday, December 11, 2025

বিক্রম ভাটের অফিস থেকে হার্ড ডিস্কের গোপন ভিডিও বিক্রি, ফের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

বড় বিপদের মুখে বলিউড পরিচালক বিক্রম ভাট(Vikram Bhat)। পরিচালক অভিযোগ জানিয়েছেন মুম্বইয়ে তাঁর আন্ধেরির অফিস থেকে চুরি হয়েছে একাধিক ব্যক্তিগত হার্ড ডিস্ক ও মোবাইল ফোন। তাঁরই সংস্থার দুই কর্মী রয়েছে তাঁর নিশানায়। ভারসোভা থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম জিতেন্দ্র শর্মা এবং রাকেশ পানিগ্রাহী। বিক্রম ভাট ও তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিচালক জানিয়েছিলেন গত মার্চ মাস থেকে তাঁর অফিস থেকে একের পর এক হার্ড ডিস্ক হারিয়ে যেতে থাকে। এরপরেই পরিচালকের সন্দেহ হয়, সেই হার্ড ডিস্কগুলোতে থাকা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ শুটিং ফুটেজ লুকিয়ে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, ফুটেজগুলো বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন বিক্রম ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট।

ঘটনা প্রকাশ্যে আসতেই অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীকে সন্দেহ করে তাঁকে নজরদারির আওতায় নিয়ে আসেন তিনি। তদন্তে নেমে দেখা যায়, রাকেশ ও জিতেন্দ্র হার্ড ডিস্ক সরিয়ে নিচ্ছেন। অবশেষে সোমবার জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, রাকেশের নির্দেশে প্রায় ১০টি হার্ড ডিস্ক বিক্রি করেছেন। প্রতিটি ডিস্ক থেকে তাঁদের আয় প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। ঘটনা জানাজানি হতেই দুই অভিযুক্ত নিজেদের ফোন সুইচ অফ করে পালিয়ে যান। এরপরই পুলিশে অভিযোগ জানান পরিচালক। পুলিশ তদন্ত শুরু করে দু’জনকেই গ্রেফতার করে।

বিক্রম ভাট এই বিষয়ে জানিয়েছেন চুরি যাওয়া হার্ড ডিস্কগুলির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। সেগুলি বাইরে গেলে বড় ক্ষতির সম্মুখীন হবেন অনেকেই। গোটা বিষয়টি এখনো তদন্তের আওতায় বলেও জানান তিনি।

spot_img

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...