প্রতিশ্রুতি মতো ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, হাসিমারার পরে সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাকৃতিক দুর্যোগে স্বজনহারাদের পরিবারের এক সদস্যের হাতে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। কিছুটা গাড়ি (Car), কিছুটা হেঁটে দুর্গত এলাকা পরিদর্শন করেন মমতা। খতিয়ে দেখেন কাজ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বাংলার বাড়ি প্রকল্পের অধীন বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে (North Bengal) গত সোমবারই পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানেই জানিয়েছিলেন ফের দ্রুত আসবেন তিনি। সেই মতো আবার রবিবার উত্তরে গিয়েছেন মমতা। বিপর্যস্ত এলাকায় পথঘাট এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। অনেক রাস্তাতেই যান চলাচল হচ্ছে না। এদিন হেঁটেই পুনর্গঠনের কাজ দেখেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষেস সঙ্গে কথা বলেন। নিজে হাতে তুলে দেন ত্রাণ। দ্রুত মেরামতির আশ্বাস দেন তিনি। নিজে হাতে ত্রাণসামগ্রী (Relief) বিলিও করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন নাগরাকাটায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, দুর্যোগে যাঁদের নথি নষ্ট হয়েছে, তাঁদের ডুপ্লিকেট (Duplicate) করে দেবে রাজ্য। ভেঙে যাওয়া বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের অধীন তৈরি করে দেওয়া হবে বলেও জানান মমতা।

সোমবার বেলায় আলিপুরদুয়ারের (Alipurduwar) হাসিমারার গেস্ট হাউস থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। যেটুকু গাড়ি যেতে পেরেছে, সেটুকুই গাড়িতে যান তিনি। রাস্তার অবস্থা দেখে নেমে পড়েন। হেঁটেই এলাকা ঘুরে দেখেন। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা ও সেতু মেরামতির নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

–

–

–

–

–

–


